
প্রিন্ট: ১৬ মার্চ ২০২৫, ১২:৫১ পিএম
এবার ম্যাটস শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ০৩:৩২ পিএম

ছবি: সংগৃহীত
শাহবাগ মোড়ে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা তাদের চার দফা দাবিতে দুপুর থেকে রাস্তা অবরোধ করেছেন।
শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে—শূন্যপদে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু, কোর্স কারিকুলাম সংশোধন, উচ্চশিক্ষার সুযোগ এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থায় বৈষম্য দূর করা।
এক শিক্ষার্থী, মাহমুদ হোসেন, বলেন, “অনেক স্বপ্ন নিয়ে ম্যাটসে ভর্তি হলেও এখানে অবহেলা ছাড়া কিছুই দেখছি। আমাদের উচ্চশিক্ষার সুযোগ নেই, যা প্রায় সব সেক্টরে রয়েছে। দীর্ঘ ৪ বছর ধরে কোনো নিয়োগ নেই, অথচ গ্রামাঞ্চলে কোটি মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। এমনভাবে একটি দেশ চলতে পারে না। আমরা দ্রুত সমাধান চাই।”
আরেক শিক্ষার্থী, হাসান আরিফ, বলেন, “আমাদের দাবিগুলো দীর্ঘদিনের। নিয়োগ প্রক্রিয়া ১২ বছর ধরে বন্ধ। ২০১৭, ২০২৩ ও ২০২৪ সালেও আমরা আন্দোলন করেছি, কিন্তু কোনো ফল হয়নি। উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে সাব অ্যাসিস্ট্যান্ট মেডিকেল অফিসার (এসএসিএমও) পদ থাকলেও নিয়োগ বন্ধ আছে। আমরা এসব সমস্যা সমাধানের দাবি জানাতে একত্র হয়েছি।”
সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক আহমাদুল্লাহ মানসুর জানান, “সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এক ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয়েছিল, কিন্তু দাবি মেনে নেওয়া তো দূরে থাক, কোনো যোগাযোগও করা হয়নি। তাই আমরা শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছি। দাবি মানা না হলে কর্মসূচি চলবে।”
শিক্ষার্থীরা তাদের চার দফা দাবি উপস্থাপন করেন বৈষম্যমুক্ত উচ্চশিক্ষার সুযোগ প্রদান, দ্রুত শূন্যপদে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নিয়োগ এবং নতুন পদ সৃজন, চার বছরের একাডেমিক কোর্স বহাল রেখে এক বছরের ভাতাসহ, ইন্টার্নশিপ চালু ও কোর্স কারিকুলাম সংশোধন, প্রস্তাবিত ‘এ্যালাইড হেলথ প্রফেশনাল শিক্ষা বোর্ড’ বাতিল করে ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে নতুন বোর্ড গঠন।
বেলা সাড়ে ১১টায় জাতীয় জাদুঘরের সামনে ক্লাস বর্জন ও অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। এক ঘণ্টার সময়সীমা শেষ হলে তারা শাহবাগ মোড় অবরোধ করেন। তারা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে।