Logo
Logo
×

রাজধানী

আইকিউএয়ারের তথ্যানুসারে দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

Icon

যুগেরচিন্তা২৪ ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১১:৫০ এএম

আইকিউএয়ারের তথ্যানুসারে দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

ছবি : সংগৃহীত

বিশ্বজুড়ে বায়ুদূষণের প্রভাব পরিলক্ষিত হচ্ছে। রাজধানী ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণের শিকার। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে শহরটির বায়ুমান ছিল ‘খুব অস্বাস্থ্যকর’।

সকাল সাড়ে ৭টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুসারে, ২৩০ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার স্থান শীর্ষে।

একই সময়ে, ২০৮ স্কোর নিয়ে ভারতের দিল্লি দ্বিতীয় অবস্থানে ছিল। এছাড়া, ১৯৬ স্কোর নিয়ে তৃতীয় স্থানে কলকাতা, ১৯৩ স্কোর নিয়ে চতুর্থ স্থানে ভিয়েতনামের হো চি মিন সিটি এবং পঞ্চম স্থানে থাকা মিয়ানমারের ইয়াঙ্গুন শহরের স্কোর ছিল ১৮৮।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ পর্যন্ত ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি এবং ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এই অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে থাকার এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়। একিউআই স্কোর ৩০১ থেকে ৪০০ হলে সেটি ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে গণ্য হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন