Logo
Logo
×

রাজধানী

ধানমন্ডিতে জুমার নামাজের সময় স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ০৭:০৯ পিএম

ধানমন্ডিতে জুমার নামাজের সময় স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি

ছবি : সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে সীমান্ত স্কয়ার শপিং মলের একটি স্বর্ণের দোকানে দিনে-দুপুরে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ জানুয়ারি) জুমার নামাজের সময় ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্স নামের দোকানে এই চুরি হয়।

ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, সীমান্ত স্কয়ারের গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্স দোকানে দুপুর একটার পর চুরি হয়। সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে, যেখানে স্বর্ণালংকার চুরি করতে দেখা গেছে। চুরির সঙ্গে যারা জড়িত তাদের শনাক্তের কাজ চলছে।

ওসি আরো জানান, এ ঘটনায় পুলিশ তদন্ত করছে। তবে কী পরিমাণ স্বর্ণালংকার চুরি হয়েছে সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। দোকানের মালিক, মার্কেট কর্তৃপক্ষ ও মার্কেটের সিকিউরিটি অফিসারদের সঙ্গে কথাবার্তা চলছে। মামলা এখনো হয়নি, তবে বিষয়গুলো প্রক্রিয়াধীন।

ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান জানান, চুরির সময় দোকানে কোনো কর্মচারী ছিলেন না। এই সুযোগে দোকানটিতে চুরি হয়। তবে কী পরিমাণ স্বর্ণালংকার চুরি হয়েছে সেটি তদন্তের পর বলা যাবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন