রাজধানীর কাকরাইলে বাসের ধাক্কায় পুলিশ সদস্য নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ১১:৪৭ পিএম
ছবি : সংগৃহীত
রাজধানীর কাকরাইল মোড় এলাকায় বাসের ধাক্কায় আহত এক পুলিশ কনস্টেবল চিকিত্সাধীন অবস্থায় আইসিইউতে মারা গেছেন। তার নাম আরিফুল ইসলাম।
বুধবার (১ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়। বৃহস্পতিবার (২ জানুয়ারি) ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ফারুক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহত আরিফুল ইসলাম কুষ্টিয়ার কুমারখালীর বানিয়াপাড়া গ্রামের খলিল মিয়ার ছেলে। তিনি ঢাকা জেলার নবাবগঞ্জ থানায় কর্মরত ছিলেন। ঢাকায় হৃদরোগ হাসপাতাল থেকে ডাক্তার দেখিয়ে পুলিশ লাইন হাসপাতালে ওষুধ নিতে যাওয়ার পথে বাসের ধাক্কায় আহত হন।
নিহতের বোন মর্জিনা বেগম বলেন, তার ভাই ঢাকায় হৃদরোগ হাসপাতালে ডাক্তার দেখিয়ে পুলিশ লাইন হাসপাতালে ওষুধ নিতে যাচ্ছিলেন। কাকরাইল মোড়ে একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে রাজার বাগ পুলিশ লাইন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সাধীন অবস্থায় আইসিইউতে তার মৃত্যু হয়।