Logo
Logo
×

রাজধানী

পূর্বাচলে আর্ন্তজাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ১২:৩৮ পিএম

পূর্বাচলে আর্ন্তজাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজধানীর পূর্বাচলে তিনি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।

এবারের মেলায় আটটি দেশের ব্যবসায়ীরা অংশ নিচ্ছেন। মেলার টিকিটের মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য ৫০ টাকা এবং শিশুদের (১২ বছরের নিচে) জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধীরা তাদের কার্ড প্রদর্শন করে বিনামূল্যে মেলায় প্রবেশ করতে পারবেন।

মাসব্যাপী বাণিজ্য মেলা উপলক্ষে মেলা প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং এবং মালয়েশিয়ার ব্যবসায়ীরা মেলায় অংশ নিচ্ছেন। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে।

প্রথমবারের মতো অনলাইনে বিভিন্ন ক্যাটাগরির স্টল ও প্যাভিলিয়ন স্পেস বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া ই-টিকিটিংয়ের ব্যবস্থাও করা হয়েছে।

পূর্বাচলে মেলায় ক্রেতা-দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির দুই শতাধিক বাস থাকবে। কুড়িল বিশ্বরোড থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত বিআরটিসি বাস চলাচল করবে। এছাড়া বিশেষ ছাড়ে উবার সার্ভিসও পাওয়া যাবে।

কুড়িল বিশ্বরোড, ফার্মগেট, নারায়ণগঞ্জ ও নরসিংদী থেকে প্রতিদিন সকাল ৮টা থেকে মেলার উদ্দেশ্যে বিআরটিসির ২০০টির বেশি শাটল বাস চলাচল করবে। মেলা প্রাঙ্গণ থেকে একই গন্তব্যে শাটল বাসের সর্বশেষ ট্রিপ রাত ১১টায় ছাড়বে।

এছাড়া মেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার আত্মত্যাগের সম্মানার্থে তৈরি করা হয়েছে জুলাই চত্বর ও ৩৬ চত্বর। তরুণসমাজকে রপ্তানি বাণিজ্যে উদ্বুদ্ধ করতে ইয়ুথ প্যাভিলিয়নও তৈরি করা হয়েছে।

১৯৯৫ সাল থেকে শেরেবাংলা নগরে ১ জানুয়ারি শুরু হয় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন