বাসের ব্রেকে সমস্যা ছিল, অনেকবার ব্রেক কষেও থামানো যায়নি : র্যাব
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ০৯:২২ পিএম
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় ঘটে যাওয়া দুর্ঘটনার বিষয়ে বাস চালক মোহাম্মদ নুর উদ্দিনের (২৬) দেওয়া তথ্যে জানা গেছে, ব্রেক বারবার চেষ্টা করেও কাজ করেনি। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) জানিয়েছে, ওই চালকের ড্রাইভিং লাইসেন্স নবায়ন করা ছিল না এবং তিনি নিয়মিত মাদক সেবন করতেন।
র্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানিয়েছেন, চালক স্বীকার করেছেন যে, বাসটি অনেকদিন ধরে অচল অবস্থায় ছিল। মেরামতের পর সেদিনই সেটি সড়কে আনা হয়। চালক শুরু থেকেই ব্রেক সমস্যার বিষয়টি বুঝতে পারেন এবং মালিককে জানান। মালিক তাকে ধীরে চালাতে নির্দেশ দেন। দুর্ঘটনার সময় চালক বারবার ব্রেক চাপলেও বাসটি থামানো সম্ভব হয়নি।
চালক আরও জানান, তিনি গাঁজা সেবনের অভ্যাসে ছিলেন, তবে দুর্ঘটনার সময় মাদকাসক্ত ছিলেন না। শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে নুর উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
গাজীপুর অঞ্চলের হাইওয়ে পুলিশ সুপার ড. আ ক ম আকতারুজ্জামান বসুনিয়া জানিয়েছেন, দুজনকে আটক করা হলেও যাচাইয়ের পর চালকের আত্মীয়কে ছেড়ে দেওয়া হয়েছে। তবে চালকের সহকারী নাহিদ (২৬) এখনো পলাতক।
উল্লেখ্য, শুক্রবার সকালে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় কুয়াকাটাগামী বেপারী পরিবহনের বাস একটি প্রাইভেটকার, মোটরসাইকেল এবং মাইক্রোবাসকে ধাক্কা দিলে ছয়জন প্রাণ হারান। দুর্ঘটনার পর বাসটি আটক করা হলেও এর স্টাফরা সেখান থেকে পালিয়ে যায়।