Logo
Logo
×

রাজধানী

রাজধানীর বনশ্রীতে আবাসিক ভবনে আগুন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৪ পিএম

রাজধানীর বনশ্রীতে আবাসিক ভবনে আগুন

রাজধানীর বনশ্রী এলাকায় একটি আবাসিক ভবনে আগুন লেগেছে। আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে, তবে যানজটের কারণে তাদের উদ্ধার কার্যক্রমে কিছুটা বাধা সৃষ্টি হচ্ছে, বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া শাখা।

আজ শুক্রবার রাত ৮ টা ৪৮ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। ঘটনাস্থল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ১৬ নম্বর বাসার ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত ঘটে। আগুনের সূত্রপাতের পরপরই ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

স্থানীয় বাসিন্দারা প্রাথমিকভাবে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান, এবং ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ভবনের প্রতিটি তলায় পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন