Logo
Logo
×

রাজধানী

কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাতির চেষ্টা, ব্যাংক ঘিরে রেখেছে যৌথ বাহিনী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ০৬:২১ পিএম

কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাতির চেষ্টা, ব্যাংক ঘিরে রেখেছে যৌথ বাহিনী

কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাতির চেষ্টা, ঘিরে রেখেছে যৌথ বাহিনী

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া পাকাপোল এলাকায় রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় সংঘবদ্ধ ডাকাত দল হানা দিয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বেলা দুইটার দিকে ডাকাত দল ব্যাংকটিতে ঢুকে শাখার ব্যবস্থাপক শেখর মণ্ডলসহ আট কর্মকর্তা-কর্মচারীকে জিম্মি করে।

বিকেল সাড়ে চারটার শেষ খবর অনুযায়ী, ব্যাংকের ভেতরে জিম্মি পরিস্থিতি অব্যাহত রয়েছে। ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাংকটি ঘিরে রেখেছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ব্যাংকের ভেতরে দুই থেকে তিনজন ডাকাত অবস্থান করছেন।

সরেজমিন দেখা যায়, ব্যাংকে ডাকাত দলের হানা দেওয়ার খবর ছড়িয়ে পড়ার পর উৎসুক জনতা সেখানে ভিড় করেছেন। নিরাপত্তার স্বার্থে ব্যাংক–সংলগ্ন মূল সড়কের উভয় পাশের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া ডাকাত দলকে আত্মসমর্পণ করার জন্য পাশের মসজিদের মাইক থেকে ঘোষণা দেওয়া হচ্ছে। কিন্তু ডাকাত দলের পক্ষ থেকে আত্মসমর্পণ ও তাদের কোনো দাবি দাওয়ার বিষয়ে বার্তা পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা দুইটার দিকে ব্যাংকের ভেতরে ডাকাত দল হানা দেওয়ার খবর পেয়ে এলাকাবাসী জড়ো হতে থাকেন। একপর্যায়ে ব্যাংকে ডাকাত দলের প্রবেশের বিষয়টি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে জানানো হয়। এ সময় এলাকাবাসী ব্যাংকটির চারপাশ ঘেরাও করে প্রবেশের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। খবর পেয়ে প্রথমে পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে যায়। বিকেল চারটার দিকে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান।

ঘটনাস্থলে উপস্থিত আছেন ঢাকা জেলা পুলিশ সুপার আহম্মদ মুঈদ, দক্ষিণ কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) রইছ আল রেজওয়ানসহ র‌্যাব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন