Logo
Logo
×

রাজধানী

পল্লবীতে কাজের কথা বলে ডেকে নিয়ে কিশোরীকে ‘ধর্ষণ’

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪, ০৭:১৪ পিএম

পল্লবীতে কাজের কথা বলে ডেকে নিয়ে কিশোরীকে ‘ধর্ষণ’

ছবি : সংগৃহীত

রাজধানীর পল্লবীতে বাসায় কাজের কথা বলে ডেকে নিয়ে হাত-পা-মুখ বেঁধে এক কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগ ওঠেছে। রবিবার (৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত সাগর (২৪) ও তার সহযোগী ফজলে রাব্বিকে (২১) আটক করেছে পুলিশ। 

পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলাউদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী ওই কিশোরী বলেন, ‘আমি বাসা বাড়িতে কাজ করি। আজ সকালে কাজ শেষে বাসায় ফেরার পথে এক যুবক আমাকে বাসায় কাজ দিবে এই বলে সে আমাকে একটি বাসায় নিয়ে যায়। বাসায় নিয়ে সে নিজেকে আইনশৃঙ্খলা বাহিনীতে চাকরি করে বলে জানায়। পরে সেখানে সে লাইট বন্ধ করে আমার হাত-পা-মুখ বেঁধে আমাকে ১০টা থেকে ১২টা পর্যন্ত ধর্ষণ করে। পরে আমি অজ্ঞান হয়ে পড়লে তারা আমাকে মিরপুর পূরবী এলাকায় একটি হসপিটালে নিয়ে যায়। এরপর আমার পরিবারকে খবর দেওয়া হয় এবং থানা পুলিশকে খবর দিলে সেখান থেকে দুইজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।’

তিনি আরও বলেন, ‘প্রথমে আমাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কুর্মিটোলা হাসপাতালে পাঠায়। পরে সেখান থেকে অবস্থার অবনতি হলে আবার আমাকে ঢাকা মেডিকেলে পাঠায় চিকিৎসক। আমার এখনো ভর্তি হয়নি থানা থেকে পুলিশ না আসায় আমাদের ভর্তি নিচ্ছে না। আমাদের বাসা পল্লবী থানার কালাপানি এলাকার বি-ব্লকের ২ নম্বর লাইনে।’

এসআই মো. আলাউদ্দিন বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে অভিযুক্ত সাগর ও তার সহযোগী ফজলে রাব্বিকে আটক করা হয়েছে। তাদেরকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন