Logo
Logo
×

রাজধানী

মা-মেয়েকে অ্যাসিড ছুড়ে সোনার চেইন নিয়ে গেল দুর্বৃত্ত

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ১১:৪৯ এএম

মা-মেয়েকে অ্যাসিড ছুড়ে সোনার চেইন নিয়ে গেল দুর্বৃত্ত

ফাইল ছবি

রাজধানীর তুরাগ থানাধীন কামারপাড়া এলাকার একটি বাসায় মা ও মেয়ের শরীরে অ্যাসিড নিক্ষেপ করেছে এক দুর্বৃত্ত। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

পরে দগ্ধ অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

অ্যাসিড দগ্ধরা হলেন— সাথী হালদার (৩৬) ও তার মেয়ে বিজয়িনী হালদার (২)। এসময় সাথীর গলায় থাকা সোনার চেইন ছিনিয়ে নেয় দুর্বৃত্ত।

দগ্ধ সাথীর দেবর অশ্বিনী হালদার জানান, বৃহস্পতিবার সকালে বিজয়িনীকে সেলুনে চুল কাটিয়ে বাসায় ফিরছিলেন সাথী। বাসার গেটে এক যুবক তার মুখে অ্যাসিড ছুড়ে মারে। গলায় থাকা সোনার চেইন নিয়ে পালিয়ে যায়। এসময় কোলে থাকা শিশুটিও দগ্ধ হয়।

দগ্ধদের বাড়ি পাবনার ফরিদপুর থানার ডেমড়া গ্রামে। বর্তমানে তুরাগ কামারপাড়া তারা মার্কেট এলাকায় ভাড়া বাসায় থাকেন। বিজয়িনীর বাবা জয় কুমার হালদার পোশাক কারখানায় চাকরি করেন। তিন বোনের মধ্যে বিজয়িনী সবার ছোট।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, মা-মেয়ে দুজনের শরীরই অ্যাসিডে দগ্ধ। মাথা, মুখমণ্ডলসহ শিশুটির শরীরের ১৫ শতাংশ ও তার মায়ের শরীরের ১৩ শতাংশ দগ্ধ হয়েছে। দুজনের অবস্থাই গুরুতর।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাহাত খান জানিয়েছেন, মা-মেয়েকে অ্যাসিডে নিক্ষেপ করে চেইন ছিনতাইয়ের ঘটনা জানার পরই জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন