Logo
Logo
×

রাজধানী

মিরপুরে চাঁদাবাজির অভিযোগে একজনকে গ্রেফতার করলো সেনাবাহিনী

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৪, ১২:৩৮ এএম

মিরপুরে চাঁদাবাজির অভিযোগে একজনকে গ্রেফতার করলো সেনাবাহিনী

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর-১ মুক্তিযোদ্ধা মার্কেটে চাঁদাবাজির অভিযোগে কামাল নামে এক ব্যক্তিকে ব্যবসায়ীদের অভিযোগের ভিত্তিতে আটক করেছেন সেনাবাহিনী।  শুক্রবার ( ১ নভেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেছে সেনাবাহিনী এক কর্মকর্তা। পরর্বতীতে আটক কামালকে শাহ আলী থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী। 

এসময় সেনাবাহিনী জানায় স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগে আগস্ট পরবর্তী সময়ে সেনাবাহিনী অভিযুক্ত কামালকে গোয়েন্দা নজরদারির মধ্যে রাখে। এছাড়া বেশকিছু ভিডিও তদন্ত করে প্রাথমিক ভাবে প্রমাণ পাওয়ায় সুনির্দিষ্ট অভিযোগে কামালকে সনাক্ত করে গ্রেফতার করতে সক্ষম হয় সেনাবাহিনী। এছাড়াও জানা গেছে চাঁদাবাজির টাকা চক্রের মূল হোতা কবিররে কাছে দেয়া হতো। কোন ব্যবসায়ী চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে নানা শারীরিক ভাবে হেনস্তা করতো কামালের লোকজন। 

এলাকাবাসী ও ব্যবসায়ীদের ভাষ্যমতে, কবির মার্কেটের একছত্র অধিপত্য বিস্তার করে ব্যাবসায়ীদের হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করতো। সেনাবাহিনীর তদন্তে কবিরের পরিচয় উঠে আসলে দেখা যায় দীর্ঘদিন ধরে যুবলীগের নেতা ও স্থানীয় সংসদ সদস্য মাইনুল হোসেন খান নিখিলের সাথে কাজ করতেন। ভুক্তভোগী ব্যবসায়ীরা জানিয়েছেন এতোদিন এই শক্তিশালী চক্রটি ব্যবসায়ীদের দমিয়ে রাখতো। প্রান ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায়নি। 

সেনাবাহিনী আরও জানায় চক্রের মূল হোতা কবিরকে ধরেত কাজ করে যাচ্ছে তারা। এদিকে চাঁদাবাজ কামাল আটকের সংবাদে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরেছে বলেও জানায় যৌথ বাহিনী। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায় নিয়ম অনুযায়ী আটককৃত কামালকে স্থানীয়  থানায় সোপর্দ করেছে সেনাবাহিনী।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন