Logo
Logo
×

রাজধানী

আধিপত্য বিস্তারে মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে গোলাগুলি, নিহত ১

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৪, ১০:২১ এএম

আধিপত্য বিস্তারে মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে গোলাগুলি, নিহত ১

ছবি : সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে গোলাগুলিতে শাহনেওয়াজ ওরফে কাল্লু নামে একজন নিহত হয়েছেন। 

বুধবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত কাল্লু নারায়ণগঞ্জে একটি চাপের দোকানে কাজ করতেন। তিনি জেনেভা ক্যাম্পের ৮ নম্বর ব্লকে থাকতেন ব‌লে জা‌নি‌য়ে‌ছেন তার বোন নাস‌রিন আখতার।

জেনেভা ক্যাম্পের বা‌সিন্দারা ব‌লেন, ক্যাম্পে প্রায়ই মাদক ব্যবসা নিয়ে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে হতাহতে‌র ঘটনাও ঘটে। বুধবার রাতেও ক্যাম্পে মাদকের আধিপত্যকে কেন্দ্র করে গোলাগুলি শুরু করে শীর্ষ মাদক কারবারি ভূইয়া সোহেল গ্রুপ ও মাদক কারবারি পারমনু গ্রুপ। এ সময় ভূঁইয়া সোহেল গ্রুপের গুলিতে কাল্লু মারা যান। 

সামির নামের জে‌নেভা ক‌্যা‌ম্পের একজন বাসিন্দা জানান, ভূঁইয়া সোহেল বর্তমানে জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি। সোহেল, তার ভাই রানা ও টুনটুনের হাতে নিয়ন্ত্রিত হয় পুরো ক্যাম্প এলাকার মাদ‌কের কারবার। তাদের বিরুদ্ধে অর্ধশতাধিক মামলা থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর ধরা ছোঁয়ার বাইরেই থেকে যান তারা। 

তিনি আরও জানান, শাহ নেওয়াজ কাল্লু জেনেভা ক্যাম্পের আরেক মাদক কারবারি লালনের বড় ভাই। লালন ভেনেভা ক্যাম্পের মাঝারি পর্যায়ের একজন মাদককারবারি। তার নামেও রয়েছে বেশ কয়েকটি মাদক মামলা। তিনি আরেক মাদককারবারি পারমনুর বিশ্বস্ত সহযোগী। 

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান বলেন, মাদক ব‌্যবসা, চাঁদাবা‌জি ও দখলদা‌রিত্বসহ অন‌্য কো‌নো অবৈধ ব‌্যবসাকে কেন্দ্র ক‌রে শাহ‌নেওয়াজ ওর‌ফে কাল্লু‌কে গু‌লি ক‌রে হত‌্যা করা হ‌য়ে‌ছে। এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়‌নি। ত‌বে ঘটনার তদন্তসহ জ‌ড়িত‌দে‌র গ্রেপ্তা‌রের চেষ্টা চল‌ছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন