Logo
Logo
×

রাজধানী

ঢাকা-১৭ আসনে নারী ভোটার নিয়ে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

Icon

স্টাফ রিপোর্টার :

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ১০:১৬ পিএম

ঢাকা-১৭ আসনে নারী ভোটার নিয়ে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ঢাকা-১৭ আসনে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

শনিবার (৩১ জানুয়ারি) ভাষানটেকের বিআরবি মাঠে হাজারো নারী ভোটার নিয়ে বিএনপির এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এম. রাজীবুল ইসলাম তালুকদার (বিন্দু), যুগ্ন সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ও সাধারণ সম্পাদক বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

রাজীবুল ইসলাম বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নারীদের অর্থনৈতিক, সামাজিক ও পারিবারিক ক্ষমতায়নের লক্ষ্যে বিশেষ উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে। এর অংশ হিসেবে ভাষানটেক এলাকার নারীদের সাথে সরাসরি মতবিনিময়ের জন্য এই উঠান বৈঠকের আয়োজন করা হয়। উঠান বৈঠকে ভাষানটেকের স্থানীয় ৪০০-৫০০ শতাধিক নারীরা অংশগ্রহণ করে, তাদের নিজেদের ও স্থানীয় সমস্যাগুলো তুলে ধরেন এবং প্রধান অতিথি তারেক রহমান এর পক্ষ থেকে এই সমস্যা গুলো বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা গেলে সমাধান করার প্রতিশ্রুতি দেন। পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ডে মাসিক ২০০০-২৫০০ টাকা আর্থিক সহায়তা অথবা খাদ্য সুবিধা নিশ্চিতকরণ করা হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মিজানুর রহমান সবুজ- এডিটর বিএনপি এনালাইসিস সেল, নাফিসা তালুকদার-ছাত্রদল নেত্রী বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল, নাসিমা আকতার-ছাত্রদল নেত্রী অতীশ দীপংকর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদল, সাদিকা হক শুকতারা- সাংগঠনিক সম্পাদক গ্রীন বিশ্ববিদ্যালয় ছাত্রদল, জান্নাত তারা পায়েল-সাংগঠনিক সম্পাদক ইউল্যাব বিশ্ববিদ্যালয় ছাত্রদল, ফাতেমা আকতার- সাংগঠনিক সম্পাদক পিপলস বিশ্ববিদ্যালয় ছাত্রদল, মহুয়া আকতার-ছাত্রদল নেত্রী প্রাইম বিশ্ববিদ্যালয় ছাত্রদল। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন