আশুলিয়ায় বাসায় আগুন, ছাত্রদল নেতাসহ চারজন দগ্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ১২:৫৩ পিএম
ঢাকার সাভারের আশুলিয়ার ইসলামপুরে একটি বাসায় অগ্নিকাণ্ডে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা সাইফুল ইসলামসহ চারজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার রাত ৯টার দিকে ঘটনার সময়, পারিবারিক বিরোধের জেরে রায়হান নামের এক ব্যক্তি পেট্রল ঢেলে আগুন লাগান।
দগ্ধদের মধ্যে গুরুতর অবস্থায় থাকা সাইফুল ইসলাম (২৮) ও বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের গাড়িচালক মো. হাসিনুর (২৬)কে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। রায়হান ও তাঁর ভাই রাহাতকে মোহাম্মদপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, সাইফুলের শরীরের ৩০ শতাংশ এবং হাসিনুরের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। আশুলিয়ার জিরাবো মডেল ফায়ার স্টেশনের দমকল ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।
পরিবারের কাছে জানা গেছে, সাইফুল পরিস্থিতি মেটাতে গেলে সংঘর্ষে আগুন লেগে যায়। উদ্ধারকৃত চারজনকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয় এবং পরে গুরুতর আহত দু’জনকে রাজধানীর বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়।



