বাড়ি ভাড়া প্রদানের সময়সীমা নির্ধারণ করল ডিএনসিসি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০১:৩১ পিএম
ছবি : সংগৃহীত
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) রাজধানীতে বাড়ি ভাড়া প্রদানের সময়সীমা নির্ধারণ করেছে। নতুন নির্দেশনা অনুযায়ী, ভাড়াটিয়ারা প্রতি মাসের ১০ তারিখের মধ্যে বাড়িওয়ালাকে ভাড়া প্রদান করবেন এবং বাড়িওয়ালারা অবশ্যই লিখিত রশিদ দিয়ে তা প্রমাণ করবেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) গুলশান-২ এ নগর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ এ ঘোষণা দেন। তিনি জানান, ভাড়াটিয়ার অধিকার নিশ্চিতে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন, ১৯৯১ এর আলোকে নির্দেশিকা প্রকাশ করা হয়েছে।
নির্দেশিকায় বলা হয়েছে, বাড়িওয়ালাকে বাড়ি বসবাসযোগ্য রাখতে হবে এবং গ্যাস, বিদ্যুৎ, পানি ও বর্জ্য ব্যবস্থাপনার মতো মৌলিক সুবিধা নিশ্চিত করতে হবে। নিরাপত্তার স্বার্থে ভাড়াটিয়াদের ছাদ ও মূল গেটের চাবি শর্তসাপেক্ষে প্রদান করতে হবে।
এছাড়া, ভাড়া বৃদ্ধির নিয়মও নির্ধারণ করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী, দুই বছরের আগে কোনো অবস্থাতেই ভাড়া বাড়ানো যাবে না। দুই বছর পর জুন-জুলাই মাসে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে ভাড়া সমন্বয় করা যাবে। ভাড়ার বার্ষিক বৃদ্ধি সংশ্লিষ্ট বাজার মূল্যের ১৫ শতাংশের বেশি হতে পারবে না।
চুক্তি বাতিলের ক্ষেত্রে দুই মাসের নোটিশ বাধ্যতামূলক করা হয়েছে। অগ্রিম ভাড়া সর্বোচ্চ ১-৩ মাসের বেশি নেওয়া যাবে না। ভাড়াটিয়া সময়মতো ভাড়া না দিলে মৌখিক সতর্কতার পর লিখিত নোটিশ দিয়ে দুই মাসের মধ্যে উচ্ছেদ করা যাবে।
নির্দেশিকায় আরও বলা হয়েছে, ওয়ার্ডভিত্তিক বাড়িওয়ালা ও ভাড়াটিয়া সমিতি গঠন করতে হবে। ভাড়াসংক্রান্ত বিরোধ প্রথমে স্থানীয় পর্যায়ে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। সমাধান না হলে সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার কাছে বিষয়টি জানাতে হবে।
ডিএনসিসি জানিয়েছে, ভাড়াটিয়া ও বাড়িওয়ালাদের অধিকার নিশ্চিতে নির্দেশিকাটি কার্যকরভাবে বাস্তবায়ন করা হবে।



