ছবি : অটোরিকশা চালকদের বাড্ডায় সড়ক অবরোধ
রাজধানীর বাড্ডায় লিথিয়াম ব্যাটারিচালিত রিকশা বন্ধের দাবিতে সড়ক অবরোধ করেছেন ব্যাটারিচালিত রিকশা চালকরা। সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে ফুজি টাওয়ারের সামনে তারা বিক্ষোভ শুরু করেন।
অবরোধের কারণে কুড়িল থেকে রামপুরা সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে সকাল থেকেই সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়।
বাড্ডা থানার পরিদর্শক (অপারেশন) আজহারুল ইসলাম জানান, চালকরা একটি দাবি নিয়ে সড়ক অবরোধ করেছেন। এর ফলে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এলাকাটিতে মেট্রোরেলের কাজ চলমান থাকায় যানজটের সমস্যা আরও বেড়ে গেছে।
তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং চালকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করছে। চালকরা জানিয়েছেন, লিথিয়াম ব্যাটারিচালিত অটো রিকশা চলতে থাকলে তারা আন্দোলন অব্যাহত রাখবেন।



