বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ১২:২৯ পিএম
রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন এক হোটেলকর্মীকে আটক করেছে র্যাব। আটক ব্যক্তির নাম মিলন। সোমবার সকালে র্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, দক্ষিণ বনশ্রীর নিজ বাসায় খুন হওয়া স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি হত্যা মামলার সন্দেহভাজন আসামি হোটেলকর্মী মিলনকে আটক করা হয়েছে। তবে তাকে কোথা থেকে এবং কখন আটক করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
গত শনিবার (১০ জানুয়ারি) বিকেলে রাজধানীর দক্ষিণ বনশ্রীর এল-ব্লকের প্রীতম ভিলা নামের একটি ভবন থেকে ফাতেমার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। ফাতেমা রেডিয়েন্ট স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাড়ি হবিগঞ্জের লাখাই থানার বামৈন গ্রামে। সে বাবা-মা ও বোনের সঙ্গে বনশ্রীর ওই বাসায় থাকত।
খিলগাঁও থানা-পুলিশের এক কর্মকর্তা জানান, হত্যাকাণ্ডের সময় ফাতেমার বাবা-মা এক আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়েছিলেন এবং তার বোন জিমে ছিলেন। এ সময় ফাতেমা বাসায় একাই ছিল।
পুলিশের প্রাথমিক তথ্যে জানা গেছে, ফাতেমার বাবা সজীব মিয়ার একটি হোটেল রয়েছে। ওই হোটেলের এক কর্মচারী দুপুরের খাবার খেতে বাসায় প্রবেশ করেছিল বলে ধারণা করা হচ্ছে। তদন্তকারীদের মতে, ওই যুবকের সঙ্গে হত্যাকাণ্ডের সম্পৃক্ততা থাকতে পারে।



