ছবি : সংগৃহীত
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় সকাল থেকে আকাশ সাময়িকভাবে মেঘলা থাকতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে হালকা থেকে মাঝারি মাত্রার কুয়াশা পড়তে পারে, যা শীতের অনুভূতি বাড়িয়ে দিতে পারে। উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আদ্রতা ছিল ৯৩ শতাংশ। এর আগে সোমবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে।
আজ ঢাকায় সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৫টা ২২ মিনিটে।



