প্রবাসীর বাসায় চুরি, নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট
অনলাইন ডেস্ক :
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:৫১ পিএম
ছবি : সংগৃহীত
সিলেট নগরীর মধুশহীদ এলাকায় এক প্রবাসীর বাসায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। বাসায় কেউ না থাকার সুযোগে চোরচক্র ঘরের গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে বিপুল পরিমাণ নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে।
ঘটনাটি ঘটে রোববার (১৪ ডিসেম্বর) রাতে, সিলেট সিটি করপোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের মধুশহীদ এলাকার মাজার গলির ৩০ নম্বর বাসায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, চোরেরা স্টিলের আলমারি ভেঙে নগদ টাকা, প্রায় ২২ ভরি স্বর্ণালংকার এবং আলমারিতে রক্ষিত প্রায় ৪০০ পাউন্ড নিয়ে যায়।
জানা গেছে, ঘটনার সময় ওই বাসার সব সদস্য একটি বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ফলে বাসাটি সম্পূর্ণ ফাঁকা ছিল।
সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ওসি মাইনুল জাকির জানান, মধুশহীদ এলাকায় প্রবাসীর বাসায় একটি চুরির ঘটনা ঘটেছে। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



