রঙিন মাছ জগতের অন্যতম প্রতিষ্ঠান আজাদ ফিশারিজের নতুন শোরুম উদ্বোধন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:০৯ পিএম
রাজধানীর ঢাকার কাঁটাবন মার্কেটে উদ্বোধন হয়ে গেল আজাদ রিফাত ফাইবার্স প্রাইভেট লিমিটেডের লিমিটেডের সহযোগী অন্যতম প্রতিষ্ঠান আজাদ ফিশারিজের দ্বিতীয়তম আউটলেট।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে ফিতা ও কেক কেটে আউটলেট উদ্বোধন করেন প্রতিষ্ঠানটি প্রধান উদ্যোক্তা তাজুল ইসলাম রাজিব।
রাজিব বলেন, আজাদ ফিশারিজ সারা দেশে হোলসেল এবং অনলাইন এক্সক্লুসিভ রঙিন মাছ ক্রেতাদের দিয়ে থাকে। এখন ক্রেতাদের চাহিদার কারণে এই আউটলেট উদ্বোধন করা হলো। ক্রেতাদের চাহিদা আরও অনেক বেশি আছে সামনে আরো শোরুম করার পরিকল্পনা রয়েছে।
শান্ত একটি মুহূর্ত, স্বচ্ছ কাচের ভেতরে নীরবে ভেসে চলে রঙিন স্বপ্ন। এগুলো জীবন্ত সৌন্দর্য। লাল, নীল, হলুদ আর সোনালি রঙে সাজানো অ্যাকোয়ারিয়াম ঘরের কোণে, অফিসের টেবিল কিংবা অপেক্ষাকক্ষ যেখানেই থাকুক, পরিবেশে এনে দেয় প্রশান্তির ছোঁয়া। যে কোনো স্থানে এনে দেয় অনন্য সৌন্দর্যের এক জীবন্ত আলপনা। মাছগুলোর ছন্দময় সাঁতার মনের ক্লান্তি ধুয়ে দেয় নিঃশব্দে। চোখের সামনে ভেসে ওঠে এক শান্ত জগৎ, যেখানে তাড়া নেই, আছে শুধু প্রশান্তি।
রঙিন মাছ জগতের অন্যতম প্রতিষ্ঠান আজাদ ফিশারিজের দ্বিতীয়তম আউটলেট রাজধানী ঢাকার কাঁটাবন মার্কেটের দ্বিতীয় তলায় এর উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির প্রধান উদ্যোক্তা তাজুল ইসলাম রাজীব, এ সময় আরও উপস্থিত ছিলেন এম জুবায়ের সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাকিন জুবায়ের আজাদ রিফাত, ফাইবারস প্রাইভেট লিমিটেডের পরিচালক ফখরুল ইসলাম রাহাদ, আজাদ রিফাত ফাইবারস প্রাইভেট লিমিটেডের অন্যতম পরিচালক মাহমুদুল ইসলাম রিফাতসহ অনেকেই।
উদ্বোধনী দিনে ক্রেতাদের ছিল উপচে পড়া ভিড়। তারা জানান, অ্যাকোয়ারিয়াম শেখায় যত্ন আর ভারসাম্য— পরিষ্কার জল, সঠিক আলো, আর ভালোবাসা। এই ছোট্ট জগৎটুকুই বড় করে তোলে মন। দিনের শেষে, রঙিন মাছের নীরব নৃত্য আমাদের ফিরিয়ে দেয় নিজের ভেতরের শান্তি। এই প্রশান্তির বিশ্বাস ধরে রেখেছে আজাদ ফিশারিজ, তাদের এখান থেকে বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন রকম এক্সক্লুসিভ মাছ পাওয়া যায়। রঙিন মাছ জগতের একটি আস্থা এবং নির্ভরশীল প্রতিষ্ঠান আজাদ ফিশারিজ।
আজাদ ফিশারিজ প্রধান ব্রাঞ্চ নারায়ণগঞ্জে, এখান থেকে ২০১৯ সাল থেকে পরিচালনা হয়ে আসছে। আজাদ ফিশারিজের প্রধান উদ্যোক্তা তাজুল ইসলাম রাজীব বলেন, আজাদ ফিশারিজ সারা দেশে হোলসেল এবং অনলাইন এক্সক্লুসিভ রঙিন মাছ ক্রেতাদের দিয়ে থাকে। এখন ক্রেতাদের চাহিদার কারণে এই আউটলেট উদ্বোধন করা হলো। ক্রেতাদের চাহিদা অনুযায়ী সামনে আরও শোরুম করার পরিকল্পনা রয়েছে। এছাড়া এই শোরুমে পাওয়া যাবে মাছের খাবার, অ্যাক্সেসরিজ, অফিস কিংবা বাড়িঘর, গার্ডেনিং যে কোনো সুন্দরীর জন্য ডেকোরেশন করে মাছের ট্যাংক করতে চায় তাও করে দেওয়া সম্ভব।
প্রতিষ্ঠানটির দায়িত্ব তো ম্যানেজার সাব্বির হাসান বলেন, সব থেকে বেশি ভেরিয়েশনের রঙিন মাছ এই প্রতিষ্ঠানে রয়েছে। বাংলাদেশ সরকার তথা মৎস অধিদপ্তরের অনুমোদন অনুযায়ী, যে মাছগুলো অনুমোদন আছে সেগুলোই ইমপোর্ট করা হয়। ৫০ টাকা থেকে ৫ লাখ টাকা দামের পর্যন্ত মাছ রয়েছে এখানে।
বিশেষজ্ঞরা মনে করেন, শিশুদের মোবাইল বা গ্যাজেট আসক্তি একটি ক্রমবর্ধমান সমস্যা, এবং এর বিকল্প হিসেবে বিশেষজ্ঞরা প্রায়শই বিভিন্ন সৃজনশীল ও প্রকৃতির কাছাকাছি থাকার কার্যকলাপের উপর জোর দেন। বিশেষজ্ঞদের মতে, রঙিন মাছ পালন বা অ্যাকোয়ারিয়াম শিশুদের মধ্যে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন আনতে পারে, যা তাদের গ্যাজেট থেকে মনোযোগ সরাতে সাহায্য করবে।



