ওসমান হাদিকে গুলি করা দুজনকে ‘শনাক্তের’ দাবি দ্য ডিসেন্টের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ০৮:২২ পিএম
ছবি : সংগৃহীত
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে গুলি করা দুই যুবক তার সঙ্গেই জনসংযোগে অংশ নিয়েছিলেন বলে দাবি করেছে ফ্যাক্টচেক প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট।
শুক্রবার (১২ ডিসেম্বর) প্রতিষ্ঠানটি তাদের ফেসবুক পেজে এক পোস্টে জানায়, সিসিটিভি ফুটেজ ও হাদির জনসংযোগ টিমের সরবরাহ করা ছবি বিশ্লেষণ করে দেখা গেছে, হামলাকারী দুই বাইক আরোহী দুপুরে মতিঝিল ওয়াপদা মাদ্রাসা এলাকায় মাস্ক পরে জনসংযোগে অংশ নিয়েছিল।
দ্য ডিসেন্ট প্রকাশিত ছবিতে দেখা যায়, হামলাকারীদের পোশাক জনসংযোগে অংশ নেওয়া দুই ব্যক্তির সঙ্গে মিলে যায়। একজনের গায়ে ছিল কালো পাঞ্জাবি, কালো মাস্ক, গলায় চাদর ও আকাশি রঙের প্যান্ট। অন্যজনের পরনে ছিল কালো ব্লেজার, কালো মাস্ক, চোখে চশমা ও চামড়া রঙের জুতা।
তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখনো হামলাকারীদের শনাক্ত বা গ্রেপ্তারের কোনো তথ্য জানানো হয়নি। দ্য ডিসেন্ট জানিয়েছে, হামলাকারীদের চিহ্নিত করতে আরও ছবি ও ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে।
এর আগে শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরে শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, হাদির মাথায় গুলি রয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।



