Logo
Logo
×

রাজধানী

ডেমরায় সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১০:৪৯ এএম

ডেমরায় সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকায় উত্তর সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন। শুক্রবার ভোর ৫টার দিকে গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশের (এআইইউবি) ছাত্র ইরাম রেদওয়ান (২৫) এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ছাত্র অপু আহমেদ (২৫)।

নিহতদের সহপাঠী তাওসিফ জানান, একটি বিয়ের গায়েহলুদ অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে কোনাপাড়া এলাকায় উত্তর সিটি কর্পোরেশনের একটি ময়লার গাড়ি তাদের ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক প্রথমে অপু আহমেদ এবং কিছুক্ষণ পর ইরাম রেদওয়ানকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, নিহত দুজনের বাড়ি শানারপাড়া চিটাগাং রোড এলাকায়। ঘটনাস্থল থেকে সিটি কর্পোরেশনের ঘাতক গাড়িটি (ঢাকা মেট্রো শ-১৪০৫৭৪) পুলিশ জব্দ করেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাতে দুই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি ডেমরা থানা পুলিশকে জানানো হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন