Logo
Logo
×

রাজধানী

ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ১২:৩৫ পিএম

ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

ছবি : সংগৃহীত

রাজধানীতে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে আইডিয়াল কলেজের উচ্চমাধ্যমিকের একদল শিক্ষার্থী ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এ সময় ঢাকা কলেজের ‘বিজয়-৭১’ ও ‘শঙ্খনীল’ নামে দুটি বাস ভাঙচুর করা হয়। হামলায় বাসচালক ইমনসহ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।

আহত বাসচালক ইমন জানান, সায়েন্সল্যাব এলাকার ইউসুফ আলীর গলিতে হঠাৎ করে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা লাঠি-সোটা ও ইটপাটকেল ছুড়ে আক্রমণ চালায়। গাড়ি চলন্ত অবস্থায় থাকায় বৃষ্টির মতো ইট পড়তে থাকে। এতে বাসের গ্লাস ভেঙে মাথায় আঘাত পান তিনি। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ঢাকা কলেজের শিক্ষার্থী মেহরাব বলেন, কোনো কারণ ছাড়াই আমাদের বাসে হামলা চালানো হয়েছে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।

ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস জানান, ভাঙচুর হওয়া বাস দুটি বর্তমানে থানায় রয়েছে। ড্রাইভার ও কলেজের পক্ষ থেকে মামলা করা হবে। আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা করা হবে। তিনি আরও বলেন, এই মাসে আর বাস শিক্ষার্থীদের আনতে যাবে না, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে।

এর আগে চলতি বছরের ৯ নভেম্বর দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের পর পুলিশ ও প্রশাসনের উপস্থিতিতে একটি মৌখিক শান্তিচুক্তি হয়। সেখানে ফুল ও মিষ্টি বিনিময়ের মাধ্যমে উভয় পক্ষ ভবিষ্যতে আর কোনো সংঘর্ষে না জড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু এক মাস না যেতেই সেই চুক্তি ভঙ্গ করে আবারও সহিংসতায় জড়িয়ে পড়ল আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন