ছবি : সংগৃহীত
রাজধানীতে মধ্যরাতে তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে রাইদা পরিবহণের দুটি এবং রাজধানী পরিবহণের একটি বাস সম্পূর্ণভাবে পুড়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (১০ নভেম্বর) রাত ১টা থেকে ভোর ৪টার মধ্যে রাজধানীর যাত্রাবাড়ী, রায়েরবাগ ও উত্তরা খালপাড় এলাকায় পৃথকভাবে এসব অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ জানায়, রাত ১টার দিকে রায়েরবাগে রাজধানী পরিবহণের একটি বাসে, রাত ২টার দিকে যাত্রাবাড়ীতে রাইদা পরিবহণের একটি বাসে এবং ভোর ৪টার দিকে উত্তরা খালপাড়ে রাইদা পরিবহণের আরেকটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, রাতের বেলায় হঠাৎ দাঁড়িয়ে থাকা বাসে আগুন জ্বলতে দেখে তারা নেভানোর চেষ্টা করেন এবং ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাসগুলোর ভেতরের অংশ সম্পূর্ণ পুড়ে যায়।
পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনার কারণ অনুসন্ধান করছে।



