Logo
Logo
×

রাজধানী

চাকরির বয়সসীমা ৩৫ বছর করার দাবি

২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন আন্দোলনকারীরা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৭ পিএম

২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন আন্দোলনকারীরা

শনিবার (৭ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে শাহবাগ থেকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ঘোষণা করেন আন্দোলনকারীরা। ছবি : সংগৃহীত

চাকরির বয়সসীমা ৩৫ বছর করার দাবি আদায়ে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে শাহবাগ মোড় ছেড়েছেন আন্দোলনকারীরা।

শনিবার (৭ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে শাহবাগ থেকে এ ঘোষণা দেন তারা। প্রায় ১০ ঘণ্টা পর আন্দোলনকারীরা শাহবাগ ছাড়লে যান চলাচল স্বাভাবিক হয়।

আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের পিএসের বরাতে আন্দোলনকারীদের দাবি, চাকরিতে প্রবেশের বয়সসীমা দ্রুত ৩৫ বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়েছে।

আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে বৈষম্যহীনতার কমিশন গঠন করা হবে, সেখানে আমাদের দাবিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

তবে আন্দোলনের সমন্বয়ক রাসেল মাহমুদ বলেন, আমরা ৭ থেকে ১০ দিন অপেক্ষা করতে চাই না। আগামীকাল সকাল ১০টা থেকে পুনরায় একই স্থানে অবস্থান কর্মসূচি পালন করা হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন