Logo
Logo
×

রাজধানী

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রান্সফর্মার বিস্ফোরণে দারুল নাজাত মহিলা মাদ্রাসার ৮ শিক্ষার্থী দগ্ধ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ১২:৩২ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রান্সফর্মার বিস্ফোরণে দারুল নাজাত মহিলা মাদ্রাসার ৮ শিক্ষার্থী দগ্ধ

ব্রাহ্মণবাড়িয়া সদরের বড় হুজুর বাড়ি দারুল নাজাত মহিলা মাদ্রাসায় বিদ্যুৎ ট্রান্সফর্মার বিস্ফোরণের ঘটনায় আট শিক্ষার্থী দগ্ধ হয়েছে। এদের মধ্যে পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে, আর তিনজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) বিকেল পৌনে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে রাতেই দগ্ধ শিক্ষার্থীদের দ্রুত উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়।

দগ্ধরা হলেন—সাদিয়া আক্তার (১২), রুবাইয়া (৯), আয়মান (৬), নুসরাত (১০), আলিয়া (৩০), তুইবা (৬), রওজা (১৩) ও আফরিন (১৩)।

দগ্ধ আফরিনের মামা মো. আনোয়ার জানান, বিকেলে হঠাৎ মাদ্রাসার পাশে থাকা ট্রান্সফর্মারটি বিস্ফোরিত হয়। সে সময় মাদ্রাসার চতুর্থ তলায় শিক্ষার্থীরা ক্লাস করছিল। বিস্ফোরণের আগুনের ফুলকি মাদ্রাসার ভেতরে ঢুকে পড়লে শিক্ষার্থীরা দগ্ধ হয়। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে ট্রান্সফর্মার বিস্ফোরণে দগ্ধ আটজন শিক্ষার্থীকে ভর্তি করা হয়েছে। সাদিয়ার ১৩ শতাংশ, রুবাইয়ার ৫ শতাংশ, আয়মানের ২ শতাংশ, নুসরাতের ৩ শতাংশ, তুইবার ৩ শতাংশ, রওজার ৩ শতাংশ, আলিয়ার ১৪ শতাংশ এবং আফরিনের ৫ শতাংশ দগ্ধ হয়েছে।

তিনি আরও জানান, পাঁচজন শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে, বাকিদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

স্থানীয়রা বলছেন, হঠাৎ বিস্ফোরণের সময় মাদ্রাসার আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন