মিরপুরে ছয়তলা ভবনে আগুন, বড় ক্ষতি এড়ানো গেছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ১০:৫০ এএম
রাজধানীর মিরপুর ১১ নম্বরের কালশী রোড এলাকার একটি ছয়তলা ভবনের ছয় তলায় আগুন লাগে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ভবনের ওই তলায় পুরোনো কাগজপত্র, পরিত্যক্ত আসবাবপত্র ও অপ্রয়োজনীয় মালামাল রাখা ছিল বলে জানা গেছে। ভবনটি আংশিকভাবে ফাঁকা ছিল।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। শুক্রবার (২৫ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের উপপরিচালক (ঢাকা) মো. ছালেহ উদ্দিন ঘটনাস্থলে সাংবাদিকদের জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পল্লবী ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট পাঠানো হয়। পরে আগুনের তীব্রতা বেড়ে গেলে কুরমিটোলা ও মিরপুর স্টেশন থেকেও ইউনিট যোগ করা হয়। সর্বমোট সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
তিনি আরও বলেন, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন সম্পূর্ণ নির্বাপণের পর ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ তদন্ত করে জানা যাবে।
আগুন নেভানোর পরও ভবনের ভেতরে ধোঁয়া নিয়ন্ত্রণ ও তাপমাত্রা ঠাণ্ডা করার কাজ চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।



