Logo
Logo
×

রাজধানী

মেট্রোরেল স্টেশনে ঢুকে বের হলেও ১০০ টাকা গুনতে হবে

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ০৮:১৮ পিএম

মেট্রোরেল স্টেশনে ঢুকে বের হলেও ১০০ টাকা গুনতে হবে

ছবি-সংগৃহীত

মেট্রোরেলের কোনো স্টেশনে গিয়ে কার্ড স্ক্যান করে ভেতরে ঢোকার পর যাত্রা না করে বের হয়ে এলে ১০০ টাকা জরিমানা গুনতে হবে। রাজধানীর বিভিন্ন মেট্রোরেল স্টেশনে এ সংক্রান্ত নোটিশ টানানো হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) মেট্রোরেল পরিচালনাকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

আগে ঢাকার জনপ্রিয় মেট্রোরেলের কোনো স্টেশনে একজন যাত্রী কার্ড স্ক্যান করে ভেতরে যাওয়ার পাঁচ মিনিটের মধ্যে বেরিয়ে গেলে তাকে ভাড়া দিতে হতো না। কিন্তু সম্প্রতি এ নিয়মে পরিবর্তন এনেছে ডিএমটিসিএল। সংঘবদ্ধ চক্রের বিনা ভাড়ায় ভ্রমণ ঠেকাতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

ডিএমটিসিএল সূত্র জানায়, মেট্রোরেলের এমআরটি পাস বা র‍্যাপিড পাস কার্ড ব্যবহার করে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে বিনা ভাড়ায় এক স্টেশন থেকে অন্য স্টেশনে যাতায়াত করছিল। বিষয়টি ধরা পড়ার পরই সোমবার (২০ অক্টোবর) থেকে ‘বিনা ভাড়ায় অ্যান্ট্রি-এক্সিট’ সুবিধা বন্ধ করে দিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

কারণ, চক্রটির এ কৌশল ছিল বেশ অভিনব। চক্রের সদস্যরা দুটি দলে ভাগ হয়ে যেতোএক দল থাকতো ট্রেন ছাড়ার স্টেশনে, অন্য দল গন্তব্যে।

এর মধ্যে শুরুর স্টেশনে দলের একজন কার্ড স্ক্যান করে প্ল্যাটফর্মে ঢুকতেন। এরপর তিনি কার্ডটি স্টেশনের ভেতরে থাকা তার সঙ্গীকে দিয়ে দিতেন, যে সঙ্গে সঙ্গে কার্ডটি স্ক্যান করে বেরিয়ে যেতেন। ফলে মেট্রোরেলের সিস্টেমে দেখাতো, যাত্রী যে স্টেশন থেকে ঢুকেছেন, সেখানেই বেরিয়ে গেছেন। এতে কোনো ভাড়া কাটা হতো না।

অথচ কার্ড ছাড়া প্রথম যাত্রী ঠিকই ট্রেনে চড়ে নিজের গন্তব্যে চলে যেতেন। সেখানে থাকা চক্রের অন্য সদস্যরা তাকে স্টেশন থেকে বের হতে সাহায্য করতো। এ সুযোগকে কাজে লাগিয়ে চক্রটি প্রতিদিন অসংখ্যবার বিনা ভাড়ায় ভ্রমণ করে আসছিল।

গত ২০ অক্টোবর ‘বিনা ভাড়ায় অ্যান্ট্রি-এক্সিট’ সুবিধা বন্ধ করে দিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। এখন সবকটি স্টেশনে এ সংক্রান্ত নোটিশ টানিয়ে দিয়েছে তারা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন