Logo
Logo
×

রাজধানী

মোহাম্মদপুরে আওয়ামী লীগের মিছিলের চেষ্টা-ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৮

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ০৪:৪১ পিএম

মোহাম্মদপুরে আওয়ামী লীগের মিছিলের চেষ্টা-ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৮

ছবি : সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় পুলিশের ধাওয়ায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তারা তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায় বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় আসাদগেটের আড়ংয়ের পাশের গলি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন—রংপুর মহানগর যুবলীগের সমাজকল্যাণ সম্পাদক মো. আশিকুর রহমান নয়ন, রাজশাহীর মোহনপুরের মো. জনি, নীলফামারীর জলঢাকার এ বি এম সিরাজুল মনির, রংপুর পলিটেকনিক কলেজ ছাত্রলীগের সভাপতি আশিক মাহমুদ, রংপুর মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক আলভী, বদরগঞ্জের মুজাহিদুল, এবং বাগেরহাটের মোল্লাহাট এলাকার মামুনুর রহমান সরদার ও মো. সজিব খান।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ জানান, সকালে গণভবন ক্রসিং এলাকায় নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা মিছিলের চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে। এ সময় তারা তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশ আসাদগেট ও লালমাটিয়া এলাকায় অভিযান চালিয়ে ব্যানারসহ আটজনকে গ্রেপ্তার করে।

তিনি আরও জানান, বিস্ফোরিত ককটেলের আলামত সংগ্রহ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন