পাসপোর্টধারীদের প্রবেশের অনুমতি বিমানবন্দরে
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ০৯:১৫ পিএম
ছবি-সংগৃহীত
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশগামী যাত্রীদের সুবিধার্থে টিকিট ও পাসপোর্টধারীদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। এমনটি জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) অতিরিক্ত ডিআইজি মহিদুল ইসলাম।
শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় এসব তথ্য জানান তিনি। এসময়, যাত্রীদের কোনো ভোগান্তি যেন না হয় সে বিষয়ে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
ডিসি মহিদুল ইসলাম বলেন, যাদের বিদেশ যাওয়ার টিকিট ও পাসপোর্ট রয়েছে, তারা বিমানবন্দরের দুটি গেটে পুলিশ সদস্যদের দেখালে প্রবেশ করতে দেওয়া হবে। কোনো ধরনের ঝামেলা পোহাতে হবে না, আমরা সহযোগিতা করছি।
তিনি বলেন, রাতের ফ্লাইট থাকা যাত্রীদের জন্যও একই ব্যবস্থা থাকবে। আমরা সব পুলিশ অফিসারকে বলে দিয়েছি, গেটে টিকিট আর পাসপোর্ট দেখালে যাত্রীদের প্রবেশ করতে দেবে।
কার্ডধারী সাংবাদিকদেরও প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে, তবে অন্য কেউ প্রবেশ করতে পারছেন না বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
তিনি বলেন, বিমানবন্দর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পাঁচ হাজার পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। উত্তরা বিভাগের ছয়টি থানার পুলিশ ছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, র্যাব ও বিজিবির সদস্যরা যৌথভাবে কাজ করছেন।



