Logo
Logo
×

রাজধানী

কার্গো ভিলেজের আগুন নেভাতে গিয়ে আনসারের ১৫ সদস্য আহত

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ০৬:৫০ পিএম

কার্গো ভিলেজের আগুন নেভাতে গিয়ে আনসারের ১৫ সদস্য আহত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নেভাতে গিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১৫ সদস্য আহত হয়েছেন।

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে আনসার ও ভিডিপির গণসংযোগ কর্মকর্তা মো. আশিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এখন পর্যন্ত ঘটনাস্থলে আনসার ও ভিডিপির এক হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ১৫ সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে আটজনকে সিএমএইচে ভর্তি করা হয়েছে। বাকি সাতজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিন দুপুর আড়াইটার দিকে সেখানে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সংস্থাটির ডিউটি অফিসার লিমা খানম জানান, আগুনের খবর পেয়ে প্রথমে তাদের চারটি ইউনিট এবং পরে আরও ২৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এরপর ইউনিট যোগ দেয়। এখন মোট ৩৬টি ইউনিট কাজ করছে।

এছাড়া বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশনসহ সেনাবহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী ও বিজিবি সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন