Logo
Logo
×

রাজধানী

সম্পূর্ণ নেভানো যায়নি মিরপুরের আগুন, এখনও বের হচ্ছে ধোঁয়া

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ১০:৪৫ এএম

সম্পূর্ণ নেভানো যায়নি মিরপুরের আগুন, এখনও বের হচ্ছে ধোঁয়া

রাজধানীর মিরপুরের রূপনগর শিয়ালবাড়ী এলাকার কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর এখনো ধোঁয়া বের হচ্ছে। বুধবার (১৫ অক্টোবর) সকালেও দেখা যায়, পুড়ে যাওয়া ভবন থেকে ধোঁয়া উড়ছে, যদিও ফায়ার সার্ভিস জানিয়েছে আগুন সম্পূর্ণ নিভে গেছে।

এ অবস্থায় পাশের রাইজিং ফ্যাশন নামের একটি গার্মেন্টসের শ্রমিকরা কেমিক্যালের গ্যাসে অসুস্থ হয়ে পড়ছেন। সকালে কর্মস্থলে প্রবেশের পরপরই অনেকে মাথা ঘোরা, শ্বাসকষ্টসহ বিভিন্ন উপসর্গে আক্রান্ত হন। বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

রাইজিং ফ্যাশনের কর্মী মো. আল আমিন বলেন, গোডাউনের বিষাক্ত গ্যাসে পুরো গার্মেন্টস ভরে ছিল। সকালে কাজ শুরু করার পর অনেক সহকর্মী একে একে অসুস্থ হয়ে পড়ে।

সকালে গার্মেন্টসটির সামনে কর্মীদের ভিড় দেখা যায়; কেউ কেউ অসুস্থ অবস্থায় বাড়ি ফিরে যাচ্ছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, আগুনের ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তারা বিষাক্ত ধোঁয়া ও গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন। এছাড়া বেশ কয়েকজন আহত ও দগ্ধ হয়েছেন, যাদের মধ্যে তিনজনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টির বেশি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ভবনটিতে প্রচুর কেমিক্যাল থাকায় ও ঘন ধোঁয়ার কারণে উদ্ধারকাজে বেশ বেগ পেতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন