কলাবাগানে ডিপ ফ্রিজ থেকে নারীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১২:১১ পিএম
রাজধানীর কলাবাগান এলাকার একটি বাসা থেকে ডিপ ফ্রিজে লুকানো এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সন্তানদের অভিযোগের ভিত্তিতে সোমবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে নিহতের স্বামী নজরুল ইসলাম পলাতক রয়েছেন।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে ওই নারীকে হত্যা করে মরদেহ ফ্রিজে লুকিয়ে রাখা হয়।
নিহতের তিন মেয়ে রয়েছে। বড় মেয়ের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার ভোরে তাদের বাবা নজরুল ইসলাম ঘুম থেকে ডেকে তুলে তিন মেয়েকে বাসা থেকে বের করে আদাবরে নানাবাড়িতে পৌঁছে দেন। মায়ের খোঁজ জানতে চাইলে তিনি বলেন, তোমাদের মা অন্য লোকের সঙ্গে চলে গেছে।
তবে বাবার কথায় সন্দেহ হওয়ায় মেয়েরা বিষয়টি নানাবাড়ির স্বজনদের জানায়। পরে পরিবারের সদস্যরা থানায় গিয়ে অভিযোগ করলে পুলিশ কলাবাগানের বাসায় গিয়ে তালা ভেঙে ফ্রিজ থেকে মরদেহ উদ্ধার করে।
কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, নিহত নারী তাঁর স্বামী ও সন্তানদের নিয়ে লন্ডন কলেজের পাশে একটি ভবনে ভাড়া থাকতেন। তাঁদের বড় মেয়ের বয়স ১৯ বছর, মেজো মেয়ের ১১ এবং ছোট মেয়ের ৫ বছর। ছোট মেয়ে বর্তমানে তার ভাইয়ের বাসায় থাকত।
পুলিশের প্রাথমিক ধারণা, রোববার রাত ১১টা থেকে সোমবার সকাল ৭টার মধ্যে হত্যাকাণ্ডটি ঘটেছে। নিহতকে আঘাত ও শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে।
নিহতের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করা হয়েছে, এবং পলাতক নজরুল ইসলামকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।



