ঢাকা কলেজ শিক্ষার্থীদের সায়েন্সল্যাব মোড় অবরোধ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১১:৫৪ এএম
ছবি : সংগৃহীত
‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ সংশোধনের দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় ঢাকা কলেজ থেকে মিছিল নিয়ে তারা সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেন, ফলে ওই এলাকার একাংশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শিক্ষার্থীরা জানান, নতুন অধ্যাদেশে ঢাকা কলেজের ইন্টারমিডিয়েট ক্লাস বাতিলের প্রস্তাব রয়েছে, যা কলেজটির শত বছরের ঐতিহ্যকে হুমকির মুখে ফেলবে। এ কারণে তারা সরাসরি রাজপথে নেমে আইন সংশোধনের দাবি জানাচ্ছেন।
এর আগে, রোববার (১২ অক্টোবর) একই দাবিতে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব এলাকায় সড়ক অবরোধ করে উচ্চমাধ্যমিক পাঠদান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছিলেন।
জানা গেছে, রাজধানীর সাতটি সরকারি কলেজকে একত্রিত করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠনের সরকারি সিদ্ধান্তে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তারা আশঙ্কা করছেন, এই উদ্যোগের ফলে ঢাকা কলেজে উচ্চমাধ্যমিক স্তরের পাঠদান বন্ধ হয়ে যেতে পারে।
উল্লেখ্য, চলতি বছরের ২৬ মার্চ সরকার ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজকে একত্রিত করে নতুন বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রস্তাবিত নাম হিসেবে নির্বাচন করেছে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’।



