রাজনৈতিক রেশারেশিতে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ঝুঁকির মধ্যে পড়বে : কিরণ
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ০৪:৫৭ পিএম
ছবি-যুগের চিন্তা
শঙ্কা কাটিয়ে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। জুলাই সনদ নিয়ে ঐকমত্যের বিষয় এখন সিলভার লাইন থেকে গোল্ডেন লাইনে পরিণত হয়েছে। গণতন্ত্রকামী প্রত্যেকটি রাজনৈতিক দলই একটি সুষ্ঠু,সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করছে। এফডিসিতে আজ শনিবার এক বিতর্ক অনুষ্ঠানে হাসান আহমেদ চৌধুরী কিরণ এ প্রত্যাশা ব্যক্ত করেন।
আগামী ১৫ অক্টোবর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অধ্যাপক ড.মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জুলাই সনদ স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। রাজনৈতিক দলগুলোর রেষারেষির কারণে জুলাই সনদ স্বাক্ষরে যদি প্রতিবন্ধকতা তৈরি হয়, তাহলে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া মারাত্মাক ঝুঁকির মধ্যে পড়বে। বিগত ১৬ বছরের শাসন আমলে ফ্যাসিস্ট সরকারের অন্যায়,অত্যাচার,গুম—খুন হত্যাসহ জুলাই বিপ্লবে শহীদের হত্যার বিচার বাধাগ্রস্ত হবে।

দেশের আইন শৃঙ্খলার উপর গভীর প্রভাব পড়বে। পতিত ফ্যাসিস্ট শক্তি ফিরে আসার শঙ্কা তৈরি হবে। যা গণতন্ত্রকামী দল বিশেষ করে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ সকল রাজনৈতিক শক্তিকে অনুধাবন করা উচিত। হারিয়ে যাওয়া গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে নির্বাচনের কোন বিকল্প নেই। আমরা আশা করি বিভেদের রাজনীতি পরিহার করে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে ফ্যসিস্ট বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকবে।



