মিরপুরে যাত্রীদের নামিয়ে বাসে দুর্বৃত্তদের আগুন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ০২:১১ পিএম
ছবি : সংগৃহীত
রাজধানীর মিরপুরের সেনপাড়া এলাকায় আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৭টা ২৩ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৭টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে, সকালে বাসটি সেনপাড়া এলাকায় পৌঁছালে কয়েকজন ব্যক্তি হাতের ইশারায় থামাতে বলেন। এরপর চালক ও সহকারীকে মারধর করে বাস থেকে নামিয়ে দেওয়া হয়। যাত্রীদেরও নামিয়ে দিয়ে বাসটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়।
পুলিশের ধারণা, আলিফ পরিবহন থেকে কিছু কর্মী ছাঁটাই হওয়ায় ক্ষুব্ধ হয়ে তাদের একটি অংশ এই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে। কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনার তদন্ত চলছে এবং একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি বলেন, “প্রাথমিকভাবে মনে হচ্ছে পরিবহনের স্টাফদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকেই এ ঘটনা ঘটেছে। আরও কিছু বিষয় রয়েছে, সবকিছু খতিয়ে দেখা হচ্ছে।”
বাসে আগুন দেওয়ার সময় গুলি ছোড়ার অভিযোগ উঠলেও তদন্তে তা সত্য প্রমাণিত হয়নি বলে জানিয়েছেন ওসি। তিনি বলেন, “তদন্তে দেখা গেছে, ঘটনাস্থলে কোনো ধরনের গুলি ছোড়া হয়নি।”



