বিদ্যুৎ বিভাগের দুর্নীতি অনিয়ম ও গ্রাহক হয়রানির প্রতিবাদে
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২২ পিএম
ছবি-যুগের চিন্তা
বিদ্যুৎ বিভাগের দুর্নীতি অনিয়ম ও গ্রাহক হয়রানির প্রতিবাদে সোমবার জাতীয় প্রেস ক্লাবের মানিক মিয়া কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বিদ্যুৎ গ্রাহক ও সেচ পা্ম্প মালিক সমিতি এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গোটা দেশের মানুষের নাভিশ্বাস হয়ে দাঁড়িয়েছে গ্রাহক হয়রানি। বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অত্যাচারের দিক দিয়ে তারা আজ ব্রিটিশ আমলের নীলকরদের অত্যাচারকে ছাড়িয়ে যাচ্ছে দেশের প্রিপেইড মিটার সংযোগের নামে। গ্রাহকদের উপর জঘন্য অত্যাচার করা হচ্ছে এমন অভিযোগ করেছেন বিদ্যুৎ গ্রাহক ও শেষ পাম্প মালিক সমিতির বক্তারা।
তারা বলেন দেশে প্রিপেইড মিটার সংযোগের নামে গ্রাহকদের উপর এই অত্যাচার কবে বন্ধ হবে? বর্তমানে ডিজিটাল মিটার ব্যবহার করে এক কি: হিসাবে ডিমান্ড চার্জ দিচ্ছি অন্যদিকে প্রিপেইড মিটার সংযোগ হলে প্রতিটি গ্রাহককে ৩ কি: হিসাবে চার্জ দিতে হবে ৪২ ইনটু ৩ সমান ১২৬ টাকা। এর সাথে মিটার ভাড়া ৪০ টাকা সব মিলিয়ে ১৬৬ টাকা অতিরিক্ত দিতে হচ্ছে। তারা আরো বলেন ট্যাক্স ভ্যাট সার্ভিস চার্জ দেই যা আর আমরা দিবো না বলে বক্তারা এ বিষয়টি জোর দিয়ে উপস্থাপন করেন।
অন্যদিকে বিল প্রদানের ক্ষেত্রে ০ থেকে ২০০ ইউনিট পর্যন্ত প্রতি ইউনিটের মূল্য এক হতে হবে। সে ক্ষেত্রে ক্লাব পদ্ধতি বিল বাতিল করতে হবে। দেশে কুইকরেন্টাল ও বিদেশীদের কাছ থেকে চড়া দামে বিদ্যুৎ ক্রয় করে সরকার টাকা অপচয় করছে। এই দায় সম্পূর্ণ গ্রাহকের উপর পড়ছে, ওইসব চুক্তি বাতিল করে দেশে সরকারি ও বেসরকারিভাবে সোলার পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন করে বিদ্যুতের দাম কমাতে হবে ।
বক্তারা বিদ্যুৎ বিভাগের দুর্নীতিগ্রস্ত আমলা কর্মকর্তা-কর্মচারীদের বিদ্যুৎ গ্রাহকদের অর্থ চুরি করার জন্য সব প্রতিহত করার আহ্বান জানিয়ে বলেন দেশব্যাপী দুর্নীতি অনিয়ম অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে এবং সংগ্রাম গড়ে তুলতে হবে।
বিদ্যুৎ গ্রাহক ও শেষ পাম্প মালিক সমিতির পক্ষে লিখিত কিছু আবেদন তুলে ধরা হয়। এর মধ্যে প্রিপেইড মিটার সংযোগ বন্ধ করতে হবে, ডিমান্ড চার্জ ও মিটার ভাড়া বাতিল করতে হবে, স্লাব পদ্ধতির বিল বাতিল করে শুন্য থেকে ২০০ ইউনিট পর্যন্ত ব্লাড পদ্ধতিতে বিল নিতে হবে,রেন্টাল কুইক রেন্টালসহ বিদেশ থেকে বেশি দামে বিদ্যুৎ ক্রয় বন্ধ করতে হবে চাহিদা অনুসারে বিদ্যুৎ উৎপাদনের প্রয়োজনীয় সক্ষমতা বাড়াতে হবে । পরিবেশ বান্ধব নবায়নযোগ্য জ্বালানি ও বিদ্যুৎ উৎপাদনে অধিক মনোযোগী হতে হবে। গ্রাহকদের হয়রানি বন্ধ করতে হবে এসব দাবিও করা হয় সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিদ্যুৎগ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতির পক্ষে আনাউর রহমান।উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পাটির সাধারণ সম্পাদক সাইফুল হক, মাহবুবুর রহমান সুমন। সঞ্চালনায় ছিলেন মাসুদুর রহমান মাসুদ।



