Logo
Logo
×

রাজধানী

দেশে শিশু নির্যাতনে গভীর উদ্বেগ প্রকাশ

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৪ পিএম

দেশে শিশু নির্যাতনে গভীর উদ্বেগ প্রকাশ

ছবি-যুগের চিন্তা

দেশে শিশু নির্যাতনের ক্রমবর্ধমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয় শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়ন সংস্থা লিডো। সেই সঙ্গে সংগঠটিন পক্ষ থেকে শিশু নির্যাতন রোধে ৮ দফা সুপারিশ জানানো হয়

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির শিশু-কিশোর সাংবাদিক দল ‘ইয়াং জার্নালিস্ট চেঞ্জ মেকার গ্রুপ’ জানায়, শিশু নির্যাতন এখন ভয়াবহ সামাজিক সংকটে রূপ নিয়েছে, তাই অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

সংগঠনের তথ্য মতে, এ বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ৩০৬ জন শিশু ধর্ষণের শিকার হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৭৫% বেশি।

সংবাদ সম্মেলনে উল্লেখযোগ্য কয়েকটি উদাহরণ দিয়ে বক্তরা বলেন, বরিশালে সৎ মায়ের হাতে দশ বছরের শিশুর নির্যাতন, কুমিল্লায় মাদ্রাসা শিক্ষকের যৌন নির্যাতন, গাইবান্ধায় গৃহকর্মীর উপর নির্যাতনসহ সাম্প্রতিক কয়েকটি ঘটনার উদাহরণ তুলে ধরা হয়। বক্তারা উল্লেখ করেন, ইউনিসেফসহ বিভিন্ন গবেষণার তথ্য অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার ও সুরক্ষামূলক পরিবেশেও শিশুরা নিরাপদ নয়। এমনকি সোশ্যাল মিডিয়ার কনটেন্ট তৈরির ক্ষেত্রেও শিশুরা নির্যাতনের শিকার হচ্ছে।

এসময় তারা আট দফা সুপারিশ উপস্থাপন করেন।

১. শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ পরিবেশ ও ইতিবাচক মানসিকতা নিশ্চিত করা। ২. পারিবারিক নির্যাতন প্রতিরোধে নিয়মিত পরিদর্শন ও অভিযোগ ব্যবস্থার কার্যকারিতা। ৩. শিশুশ্রম বন্ধ ও বিকল্প সামাজিক সুরক্ষা নিশ্চিত করা। ৪. শিশু নির্যাতনের মামলা দ্রুত তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করা। ৫. অভিভাবক, শিক্ষক ও নিয়োগকর্তাদের সচেতনতা ও প্রশিক্ষণ বৃদ্ধি। ৬. সংবাদ প্রচারে শিশুদের পরিচয় গোপন রাখা ও ইতিবাচক প্রচারণা জোরদার করা। ৭. সরকার ও এনজিও সমন্বিত জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়ন। ৮. সাইবার বুলিং ও অনলাইন অপরাধ প্রতিরোধে বিশেষ আইন ও শিশু-বান্ধব হেল্পলাইন চালু।

সংবাদ সম্মেলনে বক্তারা রাষ্ট্রের প্রতি প্রশ্ন রেখে বলেন, কেন শিশু এখনো রাস্তায় থাকে? কেন শিশু গৃহকর্মে নিয়োজিত থাকে? কেন সমাজ শিশুদের সহজলভ্য সম্পদ হিসেবে ব্যবহার করে? কেন আইন অর্থের কাছে নত হয়?

পরিশেষে লিডোর নির্বাহী পরিচালক ফরহাদ হোসেন বলেন, “শিশু নির্যাতন শুধু পারিবারিক বা সামাজিক সমস্যা নয়, এটি এখন জাতীয় সংকটে রূপ নিয়েছে। প্রতিটি শিশু আমাদের ভবিষ্যৎ। তাদের সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করা সময়ের দাবি।”

জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিডোর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. ফরহাদ হোসেন, লিডোর কার্য নির্বাহী সদস্য জনাব তুষার আহমেদ ইমরান,লিডোর সিনিয়র সদস্য আজিজুর রহমান , ও ইয়াং জার্নালিস্ট চেঞ্জমেকার গ্রুপের সদস্য মাহফুজা সুলতানা মুন্নি, হাসান আলী মুসাফির, জেসমিন আক্তার, শিউলি আক্তার,ও মিম আক্তার। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন