বুয়েট শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেওয়া কনস্টেবল প্রত্যাহার
স্টাফ রিপোর্টার :
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ০৯:৪৫ পিএম
ছবি-সংগৃহীত
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক নারী শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেওয়া পুলিশ কনস্টেবলকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ওই শিক্ষার্থীকে উদ্দেশ করে কুরুচিপূর্ণ মন্তব্য ও হুমকি দেওয়ার ঘটনায় শিক্ষার্থীদের দাবি মেনে পুলিশ এ ব্যবস্থা নেয়।
প্রকৌশল অধিকার আন্দোলনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাকিল আহমেদ জানান, আন্দোলনে সম্পৃক্ত থাকার কারণে নারী শিক্ষার্থীদের নিয়মিতভাবে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এর মধ্যে এক কনস্টেবল সম্প্রতি এক নারী শিক্ষার্থীকে হত্যা ও ধর্ষণের হুমকি দেন। বিষয়টি পুলিশকে জানানো হলে ওই কনস্টেবলকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে তার নাম-পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
রোববার (৩১ আগস্ট) সন্ধ্যায় আন্দোলনকারী শিক্ষার্থীরা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো.সাজ্জাদ আলীর সঙ্গে সাক্ষাৎ করেন। প্রায় দুই ঘণ্টার বৈঠকে তারা—
২৮ আগস্ট শাহবাগে শিক্ষার্থীদের ওপর পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ,
রংপুরে এক শিক্ষার্থীকে হেনস্তা,
সাইবার বুলিংসহ আন্দোলন-সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা করেন।
আলোচনা শেষে কমিশনার সাজ্জাদ আলী সাংবাদিকদের বলেন—
শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত বলপ্রয়োগের ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে।
ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে ছাত্র ও পুলিশের দায়িত্ব স্পষ্ট করা হয়েছে।
সভা-সমাবেশ নিষিদ্ধ এলাকায় শিক্ষার্থীদের উপস্থিতি আইনগতভাবে সমস্যাযুক্ত, এ বিষয়েও তাদের অবহিত করা হয়েছে।



