Logo
Logo
×

রাজধানী

ঢাকার সব বাস একক ব্যবস্থায় চলবে : প্রেস উইং

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ১০:৫৪ এএম

ঢাকার সব বাস একক ব্যবস্থায় চলবে : প্রেস উইং

ছবি : সংগৃহীত

ঢাকার সব বাস একীভূত একটি ব্যবস্থার অধীনে চলবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং। মঙ্গলবার (২৬ আগস্ট) রাতের দিকে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক আইডিতে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রণহীনভাবে চলতে থাকা বাস পরিবহনের কারণে প্রতিদিন যাত্রীরা ভোগান্তি পোহাচ্ছেন। জ্যাম, দুর্ঘটনা, ভাড়ায় প্রতারণা এবং বিশৃঙ্খল পরিবেশ বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের জন্য যাতায়াতকে আরও দুরূহ করে তুলেছে। তরুণ ও শারীরিকভাবে সক্ষম যাত্রীরাও প্রতিদিন কষ্টে যাতায়াত করছেন।

প্রেস উইং জানায়, অকার্যকর রুটে বাস চলাচল ঢাকার যানজটের বড় কারণ। এতে প্রতি বছর প্রায় ৩৭ হাজার কোটি টাকার অর্থনৈতিক ক্ষতি এবং প্রতিদিন প্রায় ৩২ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সব বাস একীভূত ব্যবস্থায় পরিচালিত হবে এবং কোম্পানিগুলোকে নির্ধারিত রুট ও স্টপেজ মেনে চলতে হবে। এর ফলে রুট শৃঙ্খলা ফিরবে, ভাড়ায় প্রতারণা ও বিশৃঙ্খলা কমবে এবং যাত্রীরা পাবেন নিরাপদ ও কার্যকর গণপরিবহন।

বিবৃতিতে আরও বলা হয়, রাজধানীতে যাত্রীদের আর বাসে উঠতে লড়াই করতে হবে না কিংবা ভাড়ায় প্রতারণার শিকার হতে হবে না। ঢাকার লাখো মানুষের জন্য বাসযাত্রা হবে সহজ, দ্রুত ও স্বাচ্ছন্দ্যময়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন