Logo
Logo
×

রাজধানী

শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৬ ভরি স্বর্ণ উদ্ধার, আটক ৩

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১১:৩৭ এএম

শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৬ ভরি স্বর্ণ উদ্ধার, আটক ৩

ছবি : সংগৃহীত

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক তিনটি অভিযানে মোট ৮৮৭.৫ গ্রাম (৭৬ ভরি) স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। স্বর্ণ চোরাচালানের সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। রোববার (১৭ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রথম অভিযানে সকাল ৯টা ২০ মিনিটে বহির্গমন ও আগমনী টার্মিনালের গোলচত্ত্বরে তল্লাশির সময় মো. সালেহ ফয়সাল (২৭) নামে এক যাত্রীর কাছ থেকে ২৯৩.৫০ গ্রাম স্বর্ণ (বাজারমূল্য প্রায় ৩৬ লাখ ১০ হাজার টাকা) উদ্ধার করা হয়।

দ্বিতীয় অভিযানে দুপুর ১টা ৪৫ মিনিটে আগমনী টার্মিনালের মিডিয়া কর্নার এলাকা থেকে মনিরুল ইসলাম (৩৪)-এর কাছ থেকে ৩৯৫ গ্রাম স্বর্ণ (মূল্য প্রায় ৪৬ লাখ ২১ হাজার টাকা) জব্দ করা হয়।

তৃতীয় অভিযানে সকাল ১০টা ২০ মিনিটে মাসুম রানা (৩২) নামে আরও একজনকে আগমনী টার্মিনালে আটক করা হয়। তার কাছ থেকে ১৯৯ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। পরে তাকে আইনগত ব্যবস্থা নিতে বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে বিদেশ থেকে আসা যাত্রীদের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে স্বর্ণ চোরাচালানে জড়িত এবং দেশে রিসিভার হিসেবে কাজ করছিলেন।

এ বিষয়ে এপিবিএনের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, “বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধে আমরা সর্বদা সতর্ক। স্বর্ণ চোরাচালান প্রতিরোধে এয়ারপোর্ট আর্মড পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।”

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন