Logo
Logo
×

রাজধানী

যৌথ বাহিনীর অভিযানে বিপুল মাদক,বিস্ফোরক ও নগদ অর্থ উদ্ধার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ০১:৩০ পিএম

যৌথ বাহিনীর অভিযানে বিপুল মাদক,বিস্ফোরক ও নগদ অর্থ উদ্ধার

বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে জেনেভা অভিযান চালায় যৌথ বাহিনী। ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেলের আস্তানায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক, বিস্ফোরক দ্রব্য ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে উদ্ধার হয় নগদ ১ কোটি ১৩ লাখ টাকা, ১৩টি তাজা ককটেল, ২৫টি আধাপ্রস্তুত ককটেল, ৪০০ গ্রাম গানপাউডার, দুটি সামুরাই তলোয়ার, ১২টি হকিস্টিক, ২৯টি হেলমেট, ২টি ড্রাগন লাইট, ১১ কেজি গাঁজা, ১২ প্যাকেট হেরোইন এবং একটি টাকা গণনার মেশিন।

৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, বুনিয়া সোহেল ওই রাতে ক্যাম্পে অবস্থান করবেন। তবে অভিযানের সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে অপরাধীরা ছাদ ও পাশের ঘর দিয়ে পালিয়ে যায়।

বুনিয়া সোহেলের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা, বিস্ফোরক ও মাদক আইনে ৩৮টি মামলা রয়েছে। চলতি বছরের শুরুতে গ্রেপ্তার হয়ে ছয় মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়ে সে আবারও অপরাধে জড়িয়ে পড়ে। মাত্র দুই দিন আগে তার সহযোগীরা জেনেভা ক্যাম্পে এক যুবককে কুপিয়ে হত্যা করে, সেই মামলায় ইতিমধ্যে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে জব্দ করা সব মালামাল মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক বুনিয়া সোহেল ও তার সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন