Logo
Logo
×

রাজধানী

আওয়ামী লীগ সন্দেহে গণপিটুনি ধানমন্ডির ৩২ নম্বরে

Icon

স্টাফ রিপোর্টার :

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ০৯:৫৫ পিএম

আওয়ামী লীগ সন্দেহে গণপিটুনি ধানমন্ডির ৩২ নম্বরে

ছবি-সংগৃহীত

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে ছাত্র-জনতা উপস্থিত তিনজনকে আওয়ামী লীগ কর্মী সন্দেহে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে। 

জানা গেছে, ওই ব্যক্তি ধানমন্ডি ৩২ নম্বরে এসে ভিডিও কলে কেউ একজনকে পরিস্থিতি দেখাচ্ছিলেন। এসময় ভিডিও কলের বিপরীত পাশে থাকা ব্যক্তির ফোনের ক্যামেরায় শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি দেখা গেলে উপস্থিত ছাত্র-জনতা সেটা দেখে ক্ষিপ্ত হয়ে তাকে পিটুনি দেন। পরে বিক্ষুব্ধ জনতার হাত থেকে উপস্থিত পুলিশ সদস্যরা তাকে ভ্যানে নিয়ে সেই স্থান ত্যাগ করে।

এ বিষয়ে উপস্থিত বিক্ষুব্ধ একজন বলেন, গতকাল শেখ হাসিনার ছেলে জয় আওয়ামী লীগ নেতাকর্মীদের ৩২ নম্বরে অবস্থান নিতে বলেছেন। তাই আওয়ামী লীগের কর্মীরা যাতে কোনো ধরনের অঘটন ঘটাতে না পারে সে জন্য আমরা এখানে অবস্থান নিয়েছি।

এর কিছুক্ষণ পরই ৯টা নাগাদ আরেকজনকে গণপিটুনি দিতে দেখা যায়। এসময় পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। তবে কী কারণে তাকে আওয়ামী লীগ কর্মী বলা হচ্ছে সে বিষয়ে কেউ ঠিকমতো জানাতে পারেননি।

এসময় উপস্থিত জনতা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তারা বলেন, আওয়ামী লীগের দালালরা হুঁশিয়ার সাবধান, জিয়ার সৈনিক, এক হও লড়াই করো।

রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, এখানে তিনজনকে আটক করা হয়েছেআমরা তাদের ফোন চেক করবোজিজ্ঞাসাবাদও করবোযদি তারা নির্দোষ হয় নিরীহ হয় তাহলে ছেড়ে দেবোদোষী হলে ব্যবস্থা নেবো

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন