স্বাস্থ্যসেবা উন্নয়নে বাংলাদেশ-চায়না সেমিনার
স্টাফ রিপোর্টার :
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ০৫:২৪ পিএম
ছবি-যুগের চিন্তা
বাংলাদেশ-চায়না স্বাস্থ্য ও চিকিৎসা উন্নয়ন প্রদর্শনী শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় ঢাকা প্রেসক্লাবের আব্দুস সালাম হলে এ সেমিনার অনুষ্ঠিত হয় । সেমিনারে আয়োজকরা জানান, এটি শুধুমাত্র একটি প্রদর্শনী নয়, বরং বাংলাদেশ ও চায়নার মধ্যকার স্বাস্থ্যসেবায় দ্বিপাক্ষিক সহযোগিতার এক নতুন অধ্যায়ের সূচনা।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন "বেল্ট অ্যান্ড রোড হেলথকেয়ার সেন্টার" বাংলাদেশের প্রধান নির্বাহী মারুফ মোল্লা। তিনি বলেন, "আমাদের লক্ষ্য বাংলাদেশি রোগীদের জন্য উন্নত চীনা প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবাকে সহজলভ্য ও সাশ্রয়ী করে তোলা। এ লক্ষ্যেই বেল্ট অ্যান্ড রোড হেলথকেয়ার সেন্টার বাংলাদেশ কাজ করে যাচ্ছে।"
এই উদ্যোগের অংশ হিসেবে আগামী শুক্রবার (৮ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর হোটেল সারিনায় আয়োজন করা হচ্ছে "নি হাও! বাংলাদেশ-চায়না স্বাস্থ্য ও চিকিৎসা উন্নয়ন প্রদর্শনী"। এতে অংশ নিচ্ছে চায়নার ১২টিরও বেশি স্বনামধন্য হাসপাতাল। প্রদর্শনীতে হাসপাতালগুলোর প্রতিনিধি, চিকিৎসক ও কর্মকর্তারা সরাসরি উপস্থিত থাকবেন।
প্রদর্শনীতে অংশগ্রহণকারী হাসপাতালগুলোর মধ্যে রয়েছে—বোও ইয়িলিং হাসপাতাল, ফোসুন হেলথ ও শেনজেন হেংশেং হাসপাতাল, ফোসান ফোসুন চাঙ্চেং হাসপাতাল, গুয়াংজু ফোসুন চাঙ্চে হাসপাতাল, গুয়াংজু শেংমেই হাসপাতাল, গুয়াংজু ফুদা ক্যানসার হাসপাতাল, কুনমিং থংরেন হাসপাতাল, মডান ক্যানসার হাসপাতাল, ও গুয়াংজু সিং মে হাসপাতাল। এছাড়াও অন্যান্য আন্তর্জাতিক মানের হাসপাতাল ও চিকিৎসা প্রতিষ্ঠানও অংশ নেবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন "বেল্ট অ্যান্ড রোড হেলথকেয়ার সেন্টার" বাংলাদেশের উপদেষ্টা ও "আমরা নারী"র প্রতিষ্ঠাতা এম এম জাহিদুর রহমান বিপ্লব এবং প্রতিষ্ঠানটির কনসালটেন্ট ডা. রাশেদুল হাসান রুবেল।
এই আয়োজনকে যৌথভাবে সহায়তা করছে- চায়নিজ মেডিকেল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। বাংলাদেশ-চায়না পোস্ট গ্র্যাজুয়েট ডক্টরস অ্যালামনাই অ্যাসোসিয়েশন আমরা নারী।
আয়োজকরা আশা করেন, এই প্রদর্শনীর মাধ্যমে চীনা আধুনিক চিকিৎসা ও প্রযুক্তির সঙ্গে বাংলাদেশি চিকিৎসক ও সাধারণ মানুষের সেতুবন্ধন তৈরি হবে। একইসাথে স্বাস্থ্যখাতে আন্তর্জাতিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে।
এ ছাড়াও শুক্রবারের প্রদর্শনীতে রোগিরা পাবেন অন-সাইট ও অনলাইন বিশেষঞ্ঙ পরামর্শ,সরাসরি চায়নার হাসপাতাল থেকে চিকিৎসার আমন্ত্রণপত্র, অন স্পট ভিসা সহায়তা, ভিসা প্রসেস, আমন্ত্রণপত্র প্রদান ও চায়না যাওয়া সহযোগিতা। এছাড়া বিমানবন্দর, পিকআপ থেকে শুরু করে ফ্রি অনুবাদসেবাসহ যাবতীয় সহায়তা থাকবে রোগিদের জন্য।



