Logo
Logo
×

রাজধানী

জাগপার ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচিতে বাড্ডায় পুলিশের বাধা

Icon

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ০২:৪৩ পিএম

জাগপার ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচিতে বাড্ডায় পুলিশের বাধা

ছবি - জাগপার ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি রাজধানীর বাড্ডায় আটকে দেয় পুলিশ

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালানো শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর দাবিতে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি রাজধানীর বাড্ডায় আটকে দিয়েছে পুলিশ। পরে সেখানেই রাস্তা আটকে সংক্ষিপ্ত সমাবেশ করেন দলটির নেতাকর্মীরা।

বুধবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত প্রায় ৪৫ মিনিট গুলশান-বাড্ডা লিংক রোড আটকে বিক্ষোভ-সমাবেশ করেন তারা। এতে রামপুরা থেকে কুড়িল অভিমুখী সড়ক এবং গুলশান ও হাতিরঝিল থেকে বিমানবন্দর অভিমুখী সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়

সমাবেশে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতিদলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেন, হাজারও শহীদের পরিবার, লক্ষাধিক জুলাইযোদ্ধা, বাংলাদেশের আপামর মানুষ, যে স্বৈরাচার-খুনির বিচারফাঁসি দেখার জন্য অপেক্ষায় রয়েছে; সেই স্বৈরাচার-খুনি শেখ হাসিনাকে রাষ্ট্রীয় মর্যাদায় ভারত এক বছর ধরে আশ্রয় দিয়ে রেখেছে। এ আশ্রয়-প্রশ্রয় চলবে না। আমরা ভারতীয় দূতাবাসের মাধ্যমে দিল্লি সরকারকে জানিয়ে দিতে চাই যে, খুনি হাসিনাকে ফেরত দিতে হবে।

তিনি আরও বলেন, ভারতকে অবশ্যই বাংলাদেশের সীমান্তে মানুষ হত্যা বন্ধ করতে হবে। অবৈধ পুশইন বন্ধ করতে হবে। স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের যেসব ভূখণ্ড দখলে নিয়েছেন, তা অবিলম্বে ভারতকে ফেরত দিতে হবে।

এর আগে সকাল সোয়া ১০টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন জাগপা নেতাকর্মীরা। বেলা সাড়ে ১১টার দিকে মিছিলটি গুলশান-বাড্ডা লিংক রোডে পৌঁছালে সেখানে তাদের আটকে দেয় পুলিশ। এ সময় জাগপা নেতাকর্মীদের সঙ্গে পুলিশের বাগবিতণ্ডা হয়।

পরে জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান গুলশান-বাড্ডা লিংক রোড মোড়ে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দেন। সমাবেশে তিনি বক্তব্য রাখার পর কর্মসূচি স্থগিত করেন। তবে দ্রুত ভারতীয় দূতাবাস শেখ হাসিনাকে দেশে ফেরতের ব্যবস্থা না নিলে পুলিশি বাধা উতরে ভারতীয় দূতাবাস ঘেরাও করার হুঁশিয়ারি দেন।

এদিকে, জাগপা নেতাকর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করায় রামপুরা-কুড়িল এবং গুলশান-১ ও হাতিরঝিল থেকে বিমানবন্দরমুখী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

তবে পুলিশের অনুরোধে সোয়া ১২টার দিকে রাস্তা ছেড়ে দেন জাগপা নেতাকর্মীরা। এরপর শুরু হয় যান চলাচল। সড়কে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে বলে জানিয়েছেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

ওসি জানান, সমাবেশ শেষে জাগপার লোকজন রাস্তা ছেড়ে দিয়েছে। এখন স্বাভাবিকভাবে যান চলাচল করছে। আধাঘণ্টার মতো রাস্তা বন্ধ থাকায় কিছুটা ধীরগতি আছে।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন