Logo
Logo
×

রাজধানী

আজ যান চলাচলে ডিএমপির বিশেষ নির্দেশনা

Icon

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ১০:১২ এএম

আজ যান চলাচলে ডিএমপির বিশেষ নির্দেশনা

জুলাই গণ-অভ্যুত্থান দিবসউপলক্ষে জাতীয় সংসদ ভবন এলাকা ও মানিক মিয়া অ্যাভিনিউ দিয়ে যান চলাচলে বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

মানিক মিয়া অ্যাভিনিউয়ে জুলাই ঘোষণাপত্র পাঠ ও দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সংস্কৃতি মন্ত্রণালয়। এই আয়োজন ঘিরে ব্যাপক জনসমাগমের সম্ভাবনা রয়েছে। তাই বিকল্প সড়ক ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।

মিরপুর বা মোহাম্মদপুর থেকে আসা যানবাহনকে আড়ং ক্রসিংয়ে বামে মোড় না নিয়ে সোজা ধানমন্ডি-২৭ হয়ে চলাচলের অনুরোধ জানিয়েছে ডিএমপি। এ ছাড়া সায়েন্স ল্যাবের দিক থেকে আসা যানবাহনগুলো মানিক মিয়ার অ্যাভিনিউয়ের দিকে না গিয়ে সোজা গণভবন ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে বিজয় সরণি হয়ে চলাচল করবে।

ফার্মগেটের এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে ধানমন্ডিগামী যানবাহনকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে না গিয়ে উড়োজাহাজ ক্রসিং ও লেক রোড হয়ে চলাচলের অনুরোধ করা হচ্ছে। সম্ভব হলে ফার্মগেট এক্সিট (বাহির) র‌্যাম্প এড়িয়ে এফডিসি (হাতিরঝিল) র‌্যাম্প ব্যবহার করতে বলা হয়েছে।

ফার্মগেট থেকে মিরপুরের দিকে আসা গাড়িগুলো মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে না গিয়ে সোজা বিজয় সরণি হয়ে চলাচলের জন্য বলা হয়েছে। মিরপুর থেকে ফার্মগেটগামী যানবাহনকে লেক রোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি হয়ে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। বিকল্প রুট হিসেবে আগারগাঁও থেকে শিশু মেলা পর্যন্ত এই সড়ক ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে পার্কিং নির্দেশনায় বলা হয়েছে, অনুষ্ঠানে আসা দর্শনার্থীদের গাড়ি আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে পার্কিং করতে অনুরোধ করা হয়।

মানিক মিয়া অ্যাভিনিউয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আজ দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও ড্রোন শো অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় শুরু হয়ে রাত ১২টা পর্যন্ত এসব আয়োজন চলবে। বেলা ১১টা থেকে বিভিন্ন শিল্পগোষ্ঠীর সংগীত পরিবেশনা, বেলা সোয়া দুইটায় ফ্যাসিস্টের পলায়ন উদ্‌যাপন, পাঁচটায় ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ, সন্ধ্যা সাড়ে ৭টায় বিশেষ ড্রোন শো এবং রাত ৮টায় আর্টসেল ব্যান্ডের পরিবেশনা হবে। এ আয়োজন উপলক্ষে জাতীয় সংসদ ভবন এলাকা এবং মানিক মিয়ার অ্যাভিনিউয়ে প্রচুর জনসমাগম হবে। এ কারণে নগরবাসীকে যান চলাচলের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন