ছবি - রাজধানীর বাড্ডায় আকাশ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে উঠে পড়ে
রাজধানীর বাড্ডায় আকাশ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে উঠে গেছে। সেই সঙ্গে নিয়ন্ত্রণ হারানো বাসটি সড়কের বিপরীত পাশে থাকা একটি প্রাইভেটকারকে ধাক্কা দিয়েছে।
এ ঘটনার পর বাড্ডা এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। পরে পুলিশ রেকার দিয়ে দুর্ঘটনার শিকার বাসটি সরিয়ে নেয়।
রোববার (৩ আগস্ট) সকাল সোয়া ৬টার এ ঘটনা ঘটে। বাড্ডা থানার ডিউটি অফিসার এসআই মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সকালে রামপুরাগামী আকাশ পরিবহনের একটি বাস বাড্ডার হোসেন মার্কেটের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে উঠে যায়। এরপর বিপরীত পাশে থাকা একটি প্রাইভেটকারে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারের কিছুটা ক্ষতি হয়েছে তবে কেউ আহত হয়নি।
এসআই মাহমুদুল হাসান বলেন, আমাদের ডিউটি অফিসার ওই এলাকার আশপাশেই ছিলেন। পরে তিনি দ্রুত ঘটনাস্থলে যান। দুই পক্ষের লোকজন এসে সমঝোতা করে যার যার মতো চলে গেছেন।



