Logo
Logo
×

রাজধানী

দুই হাজার শিক্ষার্থীকে বৃত্তি দেবে ডিএনসিসি

Icon

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ১০:২০ এএম

দুই হাজার শিক্ষার্থীকে বৃত্তি দেবে ডিএনসিসি

ছবি - গুলশানের নগর ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত ডিএনসিসির সভা

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ২০২৫-২৬ অর্থবছরে ২ হাজার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) গুলশানের নগর ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত ডিএনসিসির অষ্টম করপোরেশন সভায় এ সিদ্ধান্ত অনুমোদন হয়। সভায় সভাপতিত্ব করেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।

সভায় প্রশাসক জানান, আগে বছরে মাত্র ৯০০ শিক্ষার্থীকে এ বৃত্তি দেওয়া হতো। দীর্ঘদিন বন্ধ থাকার পর আবার এই উদ্যোগ চালু করছি। এখন থেকে প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ২ হাজার শিক্ষার্থী মাসিক সর্বোচ্চ ২ হাজার টাকা করে বৃত্তি পাবে।

ডিএনসিসি শিক্ষাবৃত্তির ক্ষেত্রে নতুন করে বৃত্তির পরিমাণ ও ক্যাটাগরি পুনর্বিন্যাস করেছে। এখন থেকে চারটি স্তরে—প্রথম থেকে পঞ্চম শ্রেণি, ষষ্ঠ থেকে অষ্টম, নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা ভিন্ন ভিন্ন হারে বৃত্তি পাবে।

সভায় গুলশান এলাকায় বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব ছয় মাস মেয়াদে পরীক্ষামূলকভাবে গুলশান সোসাইটিকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এটি একটি পাইলট প্রকল্প হিসেবে বিবেচিত হবে, যার মাধ্যমে এলাকাভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনার কার্যকারিতা যাচাই করা হবে।

সভায় সিটি করপোরেশন পরিচালিত মার্কেট ব্যবস্থাপনা, ফুটপাত দখলমুক্তকরণ এবং নগর পরিকল্পনা সংক্রান্ত বিভিন্ন বিষয়ের ওপরও আলোচনা হয়।

সভা শেষে প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, নগরবাসীর সক্রিয় অংশগ্রহণ ও দায়িত্বশীলতায় আমরা একটি ন্যায্য ও গণতান্ত্রিক ঢাকা গড়ে তুলতে কাজ করে যাচ্ছি।

এসব সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে নগর পরিচালনায় জবাবদিহিতা ও নাগরিক সেবা নিশ্চিত হবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন