Logo
Logo
×

রাজধানী

জাপান-বাংলাদেশের অংশীদারত্ব গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ জাইকা

Icon

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১২:০৪ পিএম

জাপান-বাংলাদেশের অংশীদারত্ব গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ জাইকা

ছবি - চার দিনব্যাপী বিজনেস ট্যুর আয়োজন করে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি

পরিবেশগত গুরুত্বপূর্ণ সমস্যাগুলো মোকাবিলা করে বাংলাদেশের টেকসই ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের পথে যাত্রাকে ত্বরান্বিত করার ক্ষেত্রে জাপান ও বাংলাদেশের মধ্যে শক্তিশালী অংশীদারত্ব গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ জাইকা।

জাপানের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের জন্য দেশে চার দিনব্যাপী বিজনেস ট্যুর আয়োজন করে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। গত ২০ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত ‘আরবান এনভায়রনমেন্টাল বিজনেস স্টাডি ট্যুর’ শীর্ষক এ সফর অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের পরিবেশগত চ্যালেঞ্জ, টেকসই সমাধানের সার্বিক অবস্থা এবং দেশের দ্রুত বর্ধনশীল ব্যবসা খাতে বিনিয়োগের সম্ভাবনা সম্পর্কে সম্যক ধারণা অর্জনে নয়টি জাপানি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এ ট্যুরে অংশগ্রহণ করেন।

বাংলাদেশের উন্নয়নের যাত্রায় নেটওয়ার্ক তৈরি, জ্ঞানের বিনিময় এবং অংশীদারত্বের সুযোগ ও সম্ভাবনা চিহ্নিত করার ক্ষেত্রে ভূমিকা রাখতেই জাইকার এ বিজনেস স্টাডি ট্যুর আয়োজন করে।

বৈশ্বিক বিনিয়োগকারীদের কাছে বিনিয়োগের আকর্ষণীয় এক গন্তব্যস্থল হয়ে উঠছে বাংলাদেশ এবং দেশের বাজারে জাপানি প্রতিষ্ঠানগুলোর উপস্থিতিও উল্লেখযোগ্য হারে বাড়ছে। তবে, দ্রুত নগরায়ণের কারণে বাংলাদেশ বিভিন্ন পরিবেশগত সমস্যার সম্মুখীন হচ্ছে, যার মধ্যে রয়েছে অনিয়ন্ত্রিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, অপর্যাপ্ত বর্জ্যপানি পরিশোধন ব্যবস্থা, পয়োনিষ্কাশন প্রকল্পের অপ্রতুলতা ও উচ্চমাত্রার বায়ু দূষণ।

বাংলাদেশে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে যোগাযোগ স্থাপনে ভূমিকা রাখতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, পানি পরিশোধন ও বায়ুদূষণ নিয়ন্ত্রণ নিয়ে বিশেষায়িত জাপানের প্রতিষ্ঠানগুলোকে এ বিজনেস স্টাডি ট্যুরে অংশ নেওয়ার আহ্বান জানায় জাইকা।

সফরকালে প্রতিনিধি দল বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন, যার মধ্যে রয়েছে বর্জ্য ব্যবস্থাপনার সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস), স্যানিটারি ল্যান্ডফিল সাইট, স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট ও ভূগর্ভস্থ পানি পরিশোধন কেন্দ্র। পাশাপাশি, তারা সংশ্লিষ্ট খাতে কাজ করা স্থানীয় প্রতিষ্ঠানগুলোও পরিদর্শন করেন। সরেজমিন পরিদর্শন এবং স্থানীয় কর্তৃপক্ষ ও প্রতিষ্ঠানের সঙ্গে সংলাপের মাধ্যমে জাপানি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বাস্তব পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করেন।

জাপানের প্রতিষ্ঠানগুলোর প্রযুক্তি কীভাবে বাংলাদেশের পরিবেশগত এসব সমস্যার সমাধানের মাধ্যমে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর শহর গড়ে তুলতে ভূমিকা রাখতে পারে, এ বিষয়ে তাদের সাথে আলোচনা করেন বাংলাদেশের প্রতিনিধিরা।

পাশাপাশি তারা যেন ভবিষ্যতে জাইকার প্রাইভেট সেক্টর পার্টনারশিপ ও এসডিজি বিজনেস সাপোর্টের (জাইকা বিজ) মাধ্যমে অংশীদারত্ব করে, এ ব্যাপারেও উৎসাহিত করা হয়।
উল্লেখ্য, জাইকার এ প্রোগ্রামের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যভিত্তিক (এসডিজি) টেকসই ব্যবসায়িক মডেল উন্নয়নে ব্যবসায়ীদের সহায়তা দেওয়া হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন