মাইলস্টোন ট্রাজেডি : এখনও নিখোঁজ তিন শিক্ষার্থী ও দুই অভিভাবক
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ০২:৩৯ পিএম
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার তিনদিন পরও নিখোঁজ রয়েছেন পাঁচজন। তাদের মধ্যে তিন শিক্ষার্থী এবং দুজন অভিভাবক রয়েছেন বলে নিশ্চিত করেছে কলেজ কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৪ জুলাই) কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, বিমান দুর্ঘটনায় ‘স্কুল শাখার’ ওই ভবনটিতে থাকা ১৮ শিক্ষার্থী, দুই শিক্ষক এবং দুজন অভিভাবক মৃত্যুবরণ করেন।
এ ছাড়া ভয়াবহ এ দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হন আরও ৫১ জন। আহতদের মধ্যে ৪০ শিক্ষার্থী, ৭ শিক্ষক, একজন অভিভাবক, একজন আয়া এবং একজন পিয়ন রয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা এখনো আশঙ্কাজনক।
উল্লেখ্য, গত ২১ জুলাই (সোমবার) দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। এতে বহু শিক্ষার্থী হতাহত হন। মর্মান্তিক এ ঘটনার পরদিন রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হয়।



